কোথায় খামতি রয়েছে? দেখে বুঝুন, রাজ্যের সব বেসরকারি হাসপাতালে ভেলোরের বিল পাঠাচ্ছে স্বাস্থ্য কমিশন

0
108

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

বেশ কিছুদিন আগে ব্যারাকপুরে এক বাইক দুর্ঘটনায় পায়ে আঘাত লাগে বিকাশচন্দ্র মণ্ডলের। এরপর স্থানীয় দুই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা এবং পরীক্ষা করান ৪৭-এর ওই যুবক। পরে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। শহর কলকাতার ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার পরই পরিবারকে জানানো হয়, রোগীর অবস্থা তেমন গুরুতর নয়। ওই হাসপাতালে ১০ দিনে ৪ লক্ষ ৯৭ হাজার টাকা বিল হয় বিকাশের। ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সাফাই, রোগীর পায়ের প্লাস্টার, ড্রেসিং, তুলো বাবদ খরচ হয়েছে ১ লক্ষেরও বেশি। অবশেষে পা বাদ দেওয়ার আশঙ্কার কথা জানায় হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসক। তখন বিকাশ ভেলোর যাওয়ার সিদ্ধান্ত নেন।

Vellore CMC
ছবি: সংগৃহীত

এরপরই কলকাতার ওই বেসরকারি হাসপাতালে বন্ডে স্বাক্ষর করে সিএমসি-তে তিনি চিকিৎসার জন্য যায় তাঁর পরিবার। সেখানে মাত্র ১৯ দিনের চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেন বিকাশ। পা তো বাদ দিতে হইনি, উল্টে মাত্র ১ লক্ষ ১৯ হাজার টাকা খরচেই মিলেছে সম্পূর্ণ চিকিৎসা। রাজ্যে ফিরে স্বাস্থ্য কমিশনে একথা জানিয়েছেন বিকাশ।

কলকাতার ওই বেসরকারি হাসপাতালে বিরুদ্ধে চিকিৎসার তুলনায় মাত্রারিক্ত টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন বিকাশ। স্বাস্থ্য কমিশনে শহরের বেসরকারি হাসপাতালের বিল এবং ভেলোরের হাসপাতালের বিল জমা দিয়ে কমিশনকে বিষয়টি খতিয়ে দেখার কথা বলেন বিকাশচন্দ্র মণ্ডল। এরপরই নড়েচড়ে বসে রাজ্য স্বাস্থ্য কমিশন।

আরও পড়ুনঃ কড়া সমালোচনার মুখে কেন্দ্র, ট্রাইব্যুনাল সংক্রান্ত প্রস্তাব না মানলে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

বিকাশের চিকিৎসায় খরচ খতিয়ে দেখে তারা। তাতে দেখা যাচ্ছে কমিশনের নির্দেশিকা অনুযায়ী যে ছাড় দেওয়ার কথা, তা ওই বেসরকারি হাসপাতালে দেওয়া হয়নি বলে অভিযোগ। এই মামলার শুনানিতেই কমিশন বাইপাসের ধারের অভিযুক্ত ওই হাসপাতালকে তাদের বিল পুনর্বিবেচনা করার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে বিকাশের ভেলোরের বিলটি রাজ্যের সব বেসরকারি হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানান স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ নির্দেশিকা জারি করে ভ্যাকসিন চেনার উপায় জানাল কেন্দ্রীয় সরকার

সোমবার রাজ্য স্বাস্থ্য কমিশনে চলা মামলার শুনানিতে কমিশনের চেয়ারম্যান বলেন, ‘‘আমাদের রাজ্য ছেড়ে কেন চিকিৎসার জন্য ভেলোরে এত ভিড়? তার উত্তর লুকিয়ে আছে, ওই হাসপাতালের বিলেই। চিকিৎসায় কোথায় খামতি থেকে যাচ্ছে। সেটা ওই বিল দেখেই বুঝুক বেসরকারি হাসপাতালগুলো।’’ তাই সুলভ চিকিৎসা বোঝাতে ওই বিলের প্রতিলিপি পাঠানো হচ্ছে রাজ্যের বাকি বেসরকারি হাসপাতালগুলিতে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here