নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের মা ভবতারিণী বঙ্গেশ্বরী কালী মায়ের আরাধনা ও আশ্রমের ভূমি পুজাে অনুষ্ঠিত হল পূর্ব মেদিনীপুর জেলার মেছেদা পিডব্লুডি ময়দানে। করোনা নিষ্কৃতির জন্য বিশ্বশান্তি যজ্ঞের আয়োজন করা হয় এইদিন।

এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী রাজীব ব্যানার্জী। এদিন ভবতারিনী বঙ্গেশ্বরী মন্দির ও আশ্রমের ভূমিপুজো অনুষ্ঠিত হয়। মন্ত্রী রাজীব ব্যানার্জী এদিন নারকেল ফাটিয়ে পুজোর আনুষ্ঠানিক সূচনা করেন। পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের রাজ্য সম্পাদক শ্রীধর মিশ্র জানান,”মেছেদায় ৬০ ফুট উচ্চতার মায়ের সুদৃশ্য মন্দির হবে।

আরও পড়ুনঃ ভোটার তালিকা সংশোধনের কাজ, জরুরি ঘোষণা কমিশনের
আর দর্শনীয় স্থান হিসেবে তা আগামীদিনে পরিগনিত হবে। আর যারা দীঘায় বঙ্গোপসাগর দর্শনে যাবেন,তারাও এই মন্দির দর্শন করে যাবেন।” তাই মায়ের নাম ভবতারিনী বঙ্গেশ্বরী নামকরণ করা হয়েছে বলে তিনি জানান। যা সমস্ত মানুষের কাছে দৃষ্টিনন্দন মন্দির হবে, এমনটাই আশা মন্দির কর্তৃপক্ষের। তবে আরও জানানো হয়,আগামীদিনে দাতব্য চিকিৎসালয়,সর্বধর্মেরজন্য গ্রন্থাগার করারও প্রস্তাব রয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584