গোয়াতে ক্ষমতায় এলে ধর্মের নিরিখে ধর্মীয় ‘পর্যটনের’ প্রতিশ্রুতি কেজরিওয়ালের

0
65

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

একদিনের গোয়া সফরে গিয়ে ঢালাও ধর্মীয় ‘পর্যটন’-এর প্রতিশ্রুতি দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। নেটিজেনদের প্রশ্ন ‘সরকার না ট্রাভেল এজেন্ট’?

Arvind Kejriwal
অরবিন্দ কেজরিওয়াল

গোয়া সফরে গিয়ে কেজরিওয়াল বলেন, “ আমরা সরকারে এলে হিন্দুদের বিনা খরচে অযোধ্যায় রাম মন্দিরে তীর্থ করতে নিয়ে যাওয়া হবে, মুসলিমদের বিনা খরচে আজমের শরীফ নিয়ে যাওয়া হবে এবং সাঁইবাবা-র ভক্তদের শিরডি নিয়ে যাওয়া হবে।“ এই বক্তব্যের জেরে নেটিজেনদের প্রবল সমালোচনার মুখে পড়েছেন কেজরিওয়াল। কেউ প্রশ্ন তুলছেন কেজরিওয়াল কি সরকারের কথা বলছেন নাকি ট্রাভেল এজেন্টের মত কথা বলছেন!

আরও পড়ুনঃ ভারতে আজ কোভিড-১৯-এর বিরুদ্ধে মেগা টিকাকরণ অভিযান শুরু করল কেন্দ্র

পাশাপাশি, অনেকেরই প্রশ্ন, শেষে কি ধর্মীয় স্থানে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে সরকারে আসাটাই সহজ রাস্তা বলে মনে করলেন আইআইটি-র মত প্রতিষ্ঠানের প্রাক্তনী অরবিন্দ কেজরিওয়াল? সরকারি কোষাগার ভরে সাধারণ মানুষের প্রত্যক্ষ এবং পরোক্ষ করের অর্থে, যা খরচ হওয়ার কথা রাজ্যের উন্নয়নের খাতেই। ধর্ম মানুষের ব্যক্তিগত বিশ্বাস, সেখানে ধর্মীয় ‘পর্যটন’ কিভাবে সরকারি পৃষ্ঠপোষকতায় হতে পারে? শিক্ষা, স্বাস্থ্য সবই কি গৌন তবে?

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here