সুদীপ পাল, বর্ধমানঃ
একেবারে আবহাওয়ার খামখেয়ালী। একদম ভোরবেলায় ঘন কুয়াশার চাদর, ঠান্ডা হাওয়া। বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কেটে গিয়ে তাপমাত্রা ক্রমশ চড়ছে।
আচমকা এই আবহাওয়া পরিবর্তনে সমস্যা দিতে পারে সর্ষে চাষে। চাষীদের বক্তব্য, জমিতে সর্ষে লাগানো হয়েছে। তাপমাত্রা বেশি বাড়লে সর্ষে চাষে জাবপোকার হামলা শুরু হয়। কোথাও কোথাও পোকার আক্রমণ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এর ফলে সর্ষের দানা পুষ্ট না হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে।
আরও পড়ুনঃ অবশেষে চালু হচ্ছে রাধিকাপুর-কলকাতাগামী সকালের ট্রেন
পূর্ব বর্ধমানের বাসিন্দা বাপ্পাদিত্য রায় বলেন, আবহাওয়ার খামখেয়ালিতে এখন পরিবর্তিত হয়ে গেছে ফসল চক্র। রবি মরসুমের প্রায় মাস খানেক দেরিতে শুরু হয় আলু চাষ।
বর্তমানে আলু চাষের গড় বয়স ৬০ থেকে ৬৫ দিন। তাঁর বক্তব্য, শুধু সর্ষে নয় এইভাবে আবহাওয়ার খামখেয়ালি হলে আম, কাঁঠালের ক্ষেত্রেও সমস্যা দেখা দেবে।
উদাহরণ হিসেবে তিনি বলেন, পৌষ মাসের শেষ অথবা মাঘ মাসের শুরুতেই সাধারণত আম গাছে মুকুল চলে আসে। কিন্তু এবারের শীতের প্রকোপ এত বেশি ছিল যে মুকুল আসতে অনেক দেরি হয়েছে। কোন কোন গাছে এখন মুকুল দেখা যাচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584