নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
ভাগ্যিস লকডাউনের আগেই শুটিং শেষ করতে পেরেছিলেন সৃজিত মুখার্জি! তাই পুজোর আগেই ওটিটি প্ল্যাটফর্ম আড্ডা টাইমস-এ আসবে ‘ফেলুদা ফেরত’।
এখানে ফেলু মিত্তিরের চরিত্রে টোটা রায়চৌধুরী। সত্যজিৎ রায় সৃষ্ট ‘ছিন্নমস্তার অভিশাপ’ এবং ‘যত কাণ্ড কাঠমাণ্ডুতে’ গল্প দুটি নিয়ে সৃজিত মুখার্জি নিয়ে আসছেন ওয়েব সিরিজ ‘ফেলুদা ফেরত’।
সূত্রের খবর অনুযায়ী এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে ছবির। ‘ছিন্নমস্তার অভিশাপ’-এর কালার কারেকশন আর গ্রাফিক্সের কাজ ছাড়া বাকি সব কাজ প্রায় সম্পন্ন হয়েছে। ‘যত কাণ্ড কাঠমাণ্ডুতে’র ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ চলছে। অধিকাংশ কাজ বাড়িতে বসেই করা হয়েছে বলে সূত্রের খবর।
সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষ চলছে। তবে, সেই কারণেই সৃজিতের এই উদ্যোগ নয়। ফেলুদাকে নিয়ে তাঁর কাজ করার ইচ্ছা বহুদিনের। আড্ডা টাইমস-এর কর্ণধার নিসপাল সিং রানের সঙ্গে অন্য একটি কাজের কথা আলোচনা করতে গিয়ে ফেলুদার প্রসঙ্গ ওঠে।
নিসপাল জানান তিনি ফেলুদা, ব্যোমকেশদের নিয়ে ওয়েব সিরিজ করার কথা ভাবছেন। ফেলুদার নাম শোনা মাত্র তা লুফে নেন সৃজিত। আর ব্যস, শুরু হয় ফেলুদা অভিযান। পরে মাণিক বাবুর জন্মশতবর্ষের কথা মনে পড়ায় আরও বেশি তাগিদটা বেড়ে যায় পরিচালকের।
আরও পড়ুনঃ খোঁজ মিলল ‘মিসিং টু’র
ফেলুদার চরিত্রে টোটা রায়চৌধুরী, জটায়ুর চরিত্রে অনির্বাণ চক্রবর্তী, তোপসের চরিত্রে কল্পন মিত্র। ফেলুদা এবং তোপসে সৃজিতের পছন্দের। আর জটায়ুকে পছন্দ করেছে গোটা বাংলা। পুজোর আগেই ‘ফেলুদা ফেরত’ আসবে বলে আশাবাদী সৃজিত মুখার্জি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584