নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
৩০ জুলাই থেকে স্ট্রিমিং শুরু আড্ডা টাইমস-এর নতুন ওয়েব সিরিজ ‘ফ্ল্যাটমেট’। সিরিজটির পরিচালনার দায়িত্বে ছিলেন অভ্র চক্রবর্তী।
অভ্র এর আগে ‘কেক ওয়াক’ নামে একটি হিন্দি শর্ট ফিল্ম বানিয়েছেন রামকমল মুখার্জির সঙ্গে জোট বেঁধে। শর্ট ‘জীবিত ও মৃত’ বানিয়েছেন অভ্র। এবং তা প্রশংসিত হয়েছে নানা মহলে।
‘ফ্ল্যাটমেট’ নতুন প্রজন্মের কথা মাথায় রেখেই তৈরি হয়েছে। এর সঙ্গে মিশে আছে পিছিয়ে থাকা ও এগিয়ে যাওয়া মন মানসিকতার রসদ। আজও দুজন অবিবাহিত পুরুষ-মহিলাকে কেউ ঘর ভাড়া দিতে চায় না। ব্যতিক্রম আছে। দক্ষিণ কলকাতার যাদবপুর, বিজয়গড়ের দিকে লিভ ইন সম্পর্কের মানুষদের হদিস মেলে।
এই ওয়েব সিরিজের গল্প আবর্তিত হয় জলপাইগুড়ির জনৈক তৃষা ব্যানার্জিকে কেন্দ্রে রেখে। তৃষা শিক্ষিতা, স্মার্ট, ভাল নাচে, চাকরি করে। ভালোবাসে শুভদীপ নামে একটি ছেলেকে। তার সঙ্গে ফ্ল্যাট শেয়ার করে।
তৃষা টের পায় তার অনুপস্থিতিতে শুভদীপ অন্য একজন মেয়েকে নিয়ে থাকছে ফ্ল্যাটে। নাম রিয়া দাশগুপ্ত। সে ভাল গান গায়। তার সঙ্গে প্রেম নেই শুভদীপের। কিন্তু সে ভাল গান গায় বলে রাতে শুভদীপের ঘুমটা ভাল হয়, তাই সে রিয়ার সঙ্গে থাকে। তৃষাও চ্যালেঞ্জ নেয় যে সে-ও একজন ফ্ল্যাটমেট জোগাড় করবে। সে বিজ্ঞাপন দেয় ফেসবুক, ইনস্টাগ্রামে। পেয়েও যায় রম্য নামের একটি ছেলেকে। রম্য একজন স্ট্যান্ডার্ড কমেডিয়ান। এরপর একদিন রম্যকেও চলে যেতে হয়। তৃষা রম্যকেই দায়িত্ব দেয় সে যেন তার জন্য ফ্ল্যাটমেট খুঁজে দেয়। এরপর এই তৃষাই বলবে সে চায় না ফ্ল্যাটমেট। এর ভিতরে রয়েছে আরও অনেক গল্প। বলে দিলে দেখার মজা হারাবেন।
আরও পড়ুনঃ ওয়েব সিরিজে রানি মা
৩০ জুলাই থেকে স্ট্রিমিং হবে ‘ফ্ল্যাটমেট’এর। তৃষার চরিত্রে ঐশ্বর্য সেন। এ ছাড়াও আছেন শ্রমণ চ্যাটার্জি, দেবতনু, প্রিয়াঙ্কা ব্যানার্জি, শ্রেয়সী, মধুরিমা, তিস্তা চ্যাটার্জি সহ আরও অনেকে।
অভ্র চক্রবর্তী জানান- “কী করে দুজন ইয়াং ছেলে মেয়ে ফ্ল্যাটমেট থেকে সোলমেট হয়ে যায়, সেই জার্নিটা নিয়েই আড্ডা টাইম্স অ্যাপ-এর জন্য আমার নতুন ওয়েব সিরিজ ফ্ল্যাটমেট। রাজীব মেহরা (আড্ডা টাইমস-এর কর্ণধার) সাহস করে এগিয়ে আসেন নতুন গল্প, নতুন ভাবনা নিয়ে কাজ করার। আমি ওঁকে স্যালুট জানাই।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584