নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
বিনোদন দুনিয়ায় ‘নিরি নাইন’ একটি নতুন ওটিটি প্ল্যাটফর্ম। এই ওটিটি প্ল্যাটফর্মে পরিবেশিত হতে চলেছে সুব্রত কাকতি পরিচালিত ওয়েব সিরিজ ‘ইল্লিগাল’। এর লেখক ও লিডিং পার্ট দেখছেন রবি শর্মা।
এই ওয়েব সিরিজের ডাবিং-এর কাজ চলছে কলকাতার ‘পি আর স্টুডিওস’-এর ঘরে। পরবর্তিকালে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজও এই স্টুডিও থেকেই আসতে চলেছে বলে জানিয়েছেন ‘পি আর স্টুডিওজ’-এর তরফে প্রতীক কর্মকার।
উল্লেখ্য, পি আর স্টুডিওর কর্ণধার হলেন টলিউডের মিউজিক ডিরেক্টর এবং মিউজিক অ্যারেঞ্জার প্রতীক কর্মকার। এবার ‘ইল্লিগাল’ নামক ওয়েব সিরিজটির গল্পের দিকে তাকানো যাক।
সিরিজের গল্পটি মূলধারার গল্পের থেকে কিছুটা ভিন্ন। একদল কলেজ পড়ুয়া ছেলেমেয়ে এবং তাদের স্যার বেড়াতে গিয়ে যে রহস্য রোমাঞ্চের সম্মুখীন হয় সেই ভাবনা থেকেই এই গল্পের বুনোন।…
আরও পড়ুনঃ প্রতীকের তরফে হাজির রবীন্দ্র সংগীত ‘মোর ভাবনারে’
বাড়তি পাওনা বলতে, রবি শর্মা নিজেই এই ছবিটির গল্প লিখেছেন এবং অভিনয় করেছেন। তাই এই টানটান উত্তেজনায় মোড়া গল্পটি দেখতে হলে আপনাদের অবশ্যই দেরি না করে ‘নিরি নাইন’ অ্যাপটি সাবস্ক্রাইব করতে হবে। এই প্ল্যাটফর্মে আসতে চলেছে আরও অনেক গল্প। চোখ রাখুন ‘নিরি নাইন’ অ্যাপে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584