নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
এক মায়ের লড়াই নিয়ে তৈরি হয়েছে ওয়েব সিরিজ ‘কালী’। প্রথম সিজনে ভাল সাড়া মেলার পর এবার পালা সিজন টু-এর। আজ জি ফাইভে আসছে ‘কালী টু’। পাওলি দাম এখানে আরও বেশি বেপরোয়া। ছেলেকে বাঁচাতে সে হাতে তুলে নিয়েছে বন্দুক। পুলিশের হাত থেকে বাঁচতে সে খুন করতেও রাজি। এক অন্য পাওলিকে এখানে চিনবেন দর্শক।
‘কালী টু’ সিরিজটিকে নারীশক্তির প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। রোহন ঘোষ এবং অরিত্র সেনের পরিচালনায় ‘কালী টু’তে পাওলি দাম ছাড়াও অভিনয় করেছেন শিলাজিত মজুমদার, চন্দন রায় সান্যাল, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, বিদ্যা মালাভের, অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ থামল না নোবেল ঝড়
পরমব্রত চট্টোপাধ্যায় এবং রোড শো ফিল্মস প্রযোজিত ‘কালী টু’ বাংলা ও হিন্দি ভাষার পাশাপাশি তৈরি হবে তামিল এবং তেলুগুতেও। সম্প্রতি সামনে এসেছে ট্রেলার। তবে, অপেক্ষার অবসান ঘটতে চলেছে আজ। আজই জি ফাইভ-এ আসতে চলেছে পূর্ণাঙ্গ ‘কালী টু’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584