অন্ধকার নীলকুঠিতে আলো খোঁজার গল্প নিয়ে দেবালয়ের ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’

0
404

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

নীলকুঠি লেনের নির্জনতার গল্প নিয়ে আসছে নতুন ওয়েব সিরিজ। ‘চরিত্রহীন’, ‘চরিত্রহীন ২’-এর পর হইচইয়ে আসতে চলেছে পরিচালক দেবালয় ভট্টাচার্যের নতুন ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’। এই ওয়েব সিরিজের প্রধান চরিত্র মন্টু-র ভূমিকায় অভিনয় করেছেন সৌরভ দাস। এছাড়াও এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন সোলাঙ্কি রায়, কাঞ্চন মল্লিক, সুব্রত দত্ত, চান্দ্রেয়ী ঘোষ সহ অন্যান্যরা।

ছবিঃ সংগৃহীত

গল্পের দেখানো হয়েছে যে, ছোটবেলা থেকেই পাইলট হতে চেয়েছিল মন্টু। কিন্তু পাইলট হতে পারেনি সে। পরে সে পাইলট হল ঠিকই তবে প্লেনের নয় মেয়েদের পাইলট। নিষিদ্ধ পল্লীতে মেয়ে প্রদানকারী হিসাবে থাকে মন্টু। আর এই নিষদ্ধ পল্লীর দালাল মন্টুর সঙ্গে ভালোবাসায় জড়িয়ে পরে ভ্রমর।

ছবিঃ সংগৃহীত

তারপরেই সে এই পল্লীতে এসে পড়ে। শরীর নিয়ে ব্যবসা হয় এই সেখানে। তাই রেড লাইটের অন্ধকার গলি থেকে বেরিয়ে খোলা আকাশের নীচে মুক্ত বাতাসে শ্বাস নিতে চায় ভ্রমর ও মন্টু। আর সেই কারণেই অনবরত লড়াই চালিয়ে যায় তারা।

ছবিঃ সংগৃহীত

নিষিদ্ধ পল্লীর অন্ধকার এই ওয়েব সিরিজে খুব স্পষ্টভাবে ফুটে উঠেছে। প্রতেকটি দৃশ্য জীবন্ত হয়ে উঠেছে এই রেড লাইট এলাকার গল্পে। আগেও এইধরনের গল্প নিয়ে অনেক ছবি হয়েছে। তবে এই ওয়েব সিরিজে নিষিদ্ধ পল্লীর একাকীত্ব ও অন্ধকারটা খুব গভীর এবং স্পষ্ট। যা দেখে দর্শকের মন ছুঁয়ে যাবে।

ছবিঃ সংগৃহীত

পরিচালক দেবালয় ভট্টাচার্য তাঁর সব ছবিতেই মধ্যবিত্ত বাঙালির চিন্তাধারাকে ঝাঁকিয়ে দিতে চেয়েছেন। তাঁর এই নতুন ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’-এও সেইসব মধ্যবিত্ত বাঙালির চিন্তাধারার হিল্লোল হবে বলেই আশা করা যায়। সম্প্রতি ইউটিউবে এই নতুন ওয়েব সিরিজটির ট্রেলার মুক্তি পেয়েছে। আগামী ১৩ ডিসেম্বর ‘হইচই’-তে প্রথম দেখা যাবে নতুন ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here