সালার নৈশকালীন সাপ্তাহিক কাপড়ের হাট

0
108

কবীর হোসেইন, মুর্শিদাবাদঃ

সালারের  নৈশকালীন পাইকারি ও খুচরা কাপড়ের হাটে জনসাধারণের উন্মাদনা চোখে পড়ার মতো। মুর্শিদাবাদ  জেলার সালার  বড়বাজারে শুরু হলো নৈশকালীন রেডিমেড কাপড়ের হাট ।এই বাজারটি কাপড়টি মূলত পাইকারি ও খুচরা বিক্রেতা কথা ভেবে এই নৈশ্কালিন  কাপড়ের হাট। চোখে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত  যথা শান্তিপুর ফুলিয়া বেলডাঙ্গা কাটোয়া বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা  এদিন এই সালারে বাজারে পসরা নিয়ে হাজির হন। সোমবার ঈদের  বাজার করতে পার্শবতীঁ এলাকার মানুষের উপচে পড়া ভিড় ক্রেতা থেকে বিক্রেতা সকলেই খুশি।

salar night market
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ জোর করে ১০২ অ্যাম্বুলেন্সে টাকা নেওয়ার অভিযোগ, ভরতপুর 1 নম্বর ব্লক বিএমওএইচ-এর দ্বারস্থ হলেন মহিলা

প্রায় ২০০ বছরের পুরনো এই সবজি বাজার । সালারে তৎকালীন জমিদার সকল এনায়েত উল্লাহ শাহ এই বাজারে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেই সময় এই গ্রামীণ হাটের গুরুত্ব অপরিসীম সপ্তাহে দুদিন এই হাট বসত  তৎকালীন জমিদার তত্ত্বাবধানে। কিন্তু বর্তমানে এই হাটের  অবস্থা ভালো নয় সবজি ও অন্যান্য ব্যবসায়ীরা এই বাজারে আসে না তাই বাজার পরিচালন কমিটি নতুন কিছু চিন্তা-ভাবনা করতে বাজার কর্তৃপক্ষ নৈশকালীন সাপ্তাহিক রেডিমেট কাপড়ের হাট এর ব্যবস্থা করেন এবং তাদের যে পরিকল্পনা  ও সিদ্ধান্ত সঠিক ছিল  এই দিন দোকানদার থেকে ক্রেতাদের কথাবার্তাতেই স্পষ্ট ।সালার তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা সাধারণমানুষ এইদিন নৈশকালীন বাজারে নিজের পছন্দমত  এবং সস্তায় বাজার করতে এই হাটে দেখা যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here