শাজাহান আলী, রঘুনাথগঞ্জঃ
মদ মুক্ত বাংলার দবিতে আজ মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ শহরে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া-র জঙ্গীপুর মহকুমা কমিটি । পার্টির সামসেরগঞ্জ ব্লকের নেতা ও বাংলায় মদবিরোধী আন্দোলনের অন্যতম বলি আক্তার হোসেনের মৃত্যু দিবসের স্মরণে ও রাজ্য সরকারের মদ সংক্রান্ত নীতির তীব্র বিরোধিতায় পথে নেমে প্রতিবাদ-বিক্ষোভে সামিল হতে দেখা গেলো ।
আজকের রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ডের প্রতিবাদ সভার সমাবেশে উপস্থিত ছিলেন পার্টির সর্বভারতীয় সভাপতি ডঃ এস কিউ আর ইলিয়াস, রাজ্য সভাপতি মনসা সেন, রাজ্য মহিলা নেত্রী শাহজাদী পারভীন, ফ্র্যাটারনিটি মুভমেন্ট অফ ইন্ডিয়া-র রাজ্য সভাপতি আরাফাত আলী, পার্টির রাজ্য সহ-সভাপতি মুহা: শাহজাহান আলী, ফ্র্যাটারনিটি মুভমেন্ট অফ ইন্ডিয়া-র কেন্দ্রীয় কমিটির সদস্যা রোহিনী খাতুন, মুর্শিদাবাদ জেলা সম্পাদক ডাঃ হাবিবুর রহমান প্রমুখ।
মদ বিক্রি বাড়াতে রাজ্যের গ্রামে গ্রামে রাজ্য সরকারী মদের খুচরো দোকান খোলার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে পার্টির নেতৃত্ববৃন্দ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেন যে, রাজ্যবাসীর জীবনের সুরক্ষা ও উন্নয়নের চেয়ে কি রাজস্বের গুরুত্ব বেশী হতে পারে ? পার্টির রাজ্য সভানেত্রী শাহাজাদী পারভীন তাঁর বক্তব্যে মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করে বলেন, “মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা হয়ে মদের শিকার রাজ্যের লক্ষ লক্ষ নির্যাতিতা ও পীড়িতা মহিলাদের কথা না ভেবে কী করে এমন জনবিরোধী ও অনৈতিক সিদ্ধান্ত নিতে পারেন ?” পার্টির সর্বভারতীয় সভাপতি ডঃ এস কিউ আর ইলিয়াস বক্তব্য রাখতে গিয়ে বলেন, “অর্থনীতির নৈতিক দিককে উপেক্ষা করে একটি ক্ষমতাসীন সরকার কী করে মদের বিক্রি বাড়ানোর জন্য এমন অনৈতিকত সিদ্ধান্ত নিতে পারেন যখন আজ দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে মদ নিষিদ্ধ করবার প্রক্রিয়া চলছে ?” রাজ্য সভাপতি মনসা সেন রাজ্যের সমস্ত রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন, সুশীল সমাজের প্রতিনিধি এবং মহিলাদের মদ-মুক্ত বাংলা গড়ার মূল্যবোধের আন্দোলনে সামিল হওয়ার ডাক দিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহব্বান জানান।
রাজ্য সরকার মদ-সংক্রান্ত অবস্থান থেকে সরে না এলে ওয়েলফেয়ার পার্টি খুব শীঘ্রই নবান্ন অভিযানে যাবে বলেও ঘোষণা করে ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584