শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
ক্রমশ চাঞ্চল্যকর মোড় নিচ্ছে বিজেপি নেতা মণীশ শুক্লা খুনের ঘটনার তদন্ত। পাটনার জেলে বন্দি যে দুষ্কৃতীর সাহায্যে খুনের চক্রান্ত এবং আগ্নেয়াস্ত্র কেনা হয়, সেই দুষ্কৃতী সুবোধ সিং কে এই মামলায় জেরা করা প্রয়োজন বলে মনে করছেন সিআইডির তদন্তকারী অফিসাররা। সেই কারণে বিহার পারি দিচ্ছে তারা।
অন্যদিকে নৈহাটি ভাটপাড়া সমবায় ব্যাংক দুর্নীতির অভিযোগে শুক্রবার রাতে অর্জুন সিং -এর ভাইপো সঞ্জিৎ সিং ওরফে পাপ্পু গ্রেফতারের পর ইতিমধ্যেই ফের রাজনীতিতে শুরু হয়েছে চাঞ্চল্য। তার মধ্যে অর্জুন সিং দাবি করেছেন, মণীশ শুক্লা খুনে এবার তাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে।
আরও পড়ুনঃ জল কামানে রং ব্যবহারের বিরুদ্ধে জাতীয় মানবাধিকার কমিশনে দ্বারস্থ এপিডিআর
সিআইডির গোয়েন্দাদের দাবি, মণীশ শুক্লা খুনে ইতিমধ্যেই ৪ জন ধৃতকে জেরা করে মিলেছে এই সুবোধ সিংয়ের নাম। বিহারের বাসিন্দা সুবোধের আত্মীয়ের ফ্ল্যাট রয়েছে সোদপুরে। ধৃত নাসির খানের সঙ্গে বছর দশেক আগে জেলে পরিচয় হয়েছিল সুবোধের। মণীশ খুনের জন্য সুবোধের সাহায্যেই বিহার থেকে ভাড়াটে খুনির ব্যবস্থা করা হয়। জোগাড় করা হয় আগ্নেয়াস্ত্রও। এর পরই বিহার থেকে ভাড়াটে খুনির ব্যবস্থা করে সে।
আরও পড়ুনঃ ব্যাংক জালিয়াতির অভিযোগে গ্রেফতার অর্জুন সিংয়ের ভাইপো
সূত্রের খবর, মণীশ খুনের তদন্তের জাল গোটাতে তাই এবার বিহারের নালন্দা যাওয়ার পরিকল্পনা করেছে সিআইডি। ইতিমধ্যে সেখানে পৌঁছেছে ব্যারাকপুর কমিশনারেটের একটি পুলিশের দল। বিহার পুলিশের সঙ্গে কথা বলে সুবোধকে পশ্চিমবঙ্গে আনার চেষ্টা করা হবে।
আরও পড়ুনঃ করোনা রোগীদের জন্য এবার নতুন এইচডিইউ আর আহমেদ ডেন্টাল কলেজে
অন্যদিকে শনিবার সংবাদমাধ্যমকে বিস্ফোরক প্রতিক্রিয়া দেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি বলেন,”মণীশ খুনে সব চুনোপুঁটিদের ধরছে পুলিশ। আসল ষড়যন্ত্রকারীদের নাম এফআইআরে থাকলেও তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে পুলিশ মণীশকে খুন করেছে কিন্তু কেসটাকে এখন ঘুরিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584