নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে রাজ্যের ছাত্র-যুবদের মন জয় করতে সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে চাইছে শাসক দল তৃণমূল। তাই আবেগ-বুদ্ধির মিশ্রণে যৌবনকে নাড়া দিতে বৃহস্পতিবার রাতে সকলকে চমকে দিয়ে নয়া প্রচার অভিযানের এক ঝাঁ চকচকে ফিল্মি পোস্টার প্রকাশ্যে আনল তৃণমূল।
যেখানে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে জনসমক্ষে আঙুল তুলে দাঁড়িয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই পোস্টারের মাথায় লেখা- ‘ম্যায় হুঁ না’। যা জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানের এক সিনেমার আদলে। সদ্য প্রকাশ্যে আসা এই পোস্টার প্রসঙ্গেই এবার পাল্টা টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। ‘ম্যায় ভি হুঁ না’ টুইটে রাজ্যের উন্নয়নে একযোগে কাজ করার ডাক দিলেন তিনি।
আরও পড়ুনঃ গায়ের জোরে পরীক্ষার সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছেঃ মমতা
Hon’ble CM @MamataOfficial
M A I N
HOON NAमैं हूँ ना
My RESPONSE
M A I N
BHEE
HOON NAमैं भी हूँ ना
In true spirit of Constitution in togetherness we both as constitutional functionaries will work for betterment of state and mitigate untold woes of people. pic.twitter.com/Eo3cwR80ya
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) August 29, 2020
দিদিই মুশকিল আসান! তরী পার করবেন তিনিই। জনসাধারণকে এমনই ভরসা জুগিয়ে শাহরুখ খানের জনপ্রিয় সিনেমা ‘ম্যায় হুঁ না’ নামে নতুন ক্যাম্পেইন চালু করেছে তৃণমূল। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সেই পোস্টার নিয়ে চলছে জোর আলোচনা।
আরও পড়ুনঃ ছাত্র-যুবর মন জয়ে শাহরুখের সিনেমার নামে তৃণমূলের নয়া পোস্টার অভিযান ‘ম্যায় হুঁ না’
পোস্টার নজর এড়ায়নি রাজ্যের সাংবিধানিক প্রধান জগদীপ ধনখড়ের। পালটা টুইটে রাজ্যপাল লেখেন, “ম্যায় ভি হুঁ না।” এছাড়াও রাজ্যবাসীর স্বার্থে দু’জন জোটবদ্ধ হয়ে কাজ করার বার্তাও দিয়েছেন তিনি।
দায়িত্ব নেওয়ার পর থেকে বারবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। কখনও রাজ্য প্রশাসনের বিরুদ্ধে তুলেছেন অস্বচ্ছতার অভিযোগ। আবার কখনও করোনা চিকিৎসার খাতে খরচ কিংবা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে প্রশ্ন তুলে চড়িয়েছেন বিরোধিতার সুর। তবে মাঝে মধ্যে জোটবদ্ধভাবে কাজ করার ডাকও দিয়েছেন রাজ্যের সাংবিধানিক প্রধান। ঠিক যেমন শনিবারের টুইট বার্তাতেও একতার আহ্বান। রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজের ডাক দিলেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584