নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু হত্যা মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দেয়। সিঙ্গল বেঞ্চের এই নির্দেশ কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার।
বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চ গত ৪ এপ্রিল এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়। কেন্দ্রীয় তদন্তকারী দল বুধবারই এই মামলায় তদন্তভার হাতে নেয়।উল্লেখ্য, নিহত তপন কান্দুর স্ত্রী প্রথম থেকেই এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে আসছিলেন।
আরও পড়ুনঃ ওসি না শোধরালে ফাঁড়িতে বেঁধে তালাবন্ধ করে রাখা হবে! হুমকি চোপড়ার তৃণমূল বিধায়কের
ইতিমধ্যেই ঘটনার তদন্তে তৈরি হয়েছে সিবিআই-এর বিশেষ দল। বুধবারই জেলা পুলিশের থেকে কেস ডাইরি ও তদন্তের যাবতীয় নথি হাতে নিয়েছে সিবিআই। জেলা পুলিশ এখনও পর্যন্ত যে সব তথ্য প্রমাণ জোগাড় করেছে, তাও তুলে দেওয়া হবে সিবিআই হাতে। ঘটনার প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণবের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁর স্ত্রীও দাবি তুলেছেন সিবিআই তদন্তের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584