অরেঞ্জ জোনে পশ্চিম বর্ধমান জেলা, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন করোনা আক্রান্ত

0
79

সুদীপ পাল, পশ্চিম বর্ধমানঃ

করোনার সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন পশ্চিম বর্ধমানের এক ব্যক্তি।সরকার নির্ধারিত পশ্চিম বর্ধমানের কোভিড হাসপাতাল অর্থাৎ সনোকা মেডিকেল কলেজ ও হাসপাতালে গত ৬ এপ্রিল আসানসোল জেলা হাসপাতালে এবং পশ্চিম বর্ধমানের সিএমওএইচ-এর পক্ষ থেকে ভর্তি করানো হয়।

corona zone | newsfront.co
প্রতীকী চিত্র

বছর চল্লিশের এই পুরুষ রোগীর পরীক্ষার নমুনাতে করোনা সংক্রমণ ধরা পড়েছিল। সনোকা হাসপাতালে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়৷ চিকিৎসায় সাড়াও দিতে থাকেন ব্যক্তি। দেখা যায় ১৩ এবং ১৫ এপ্রিলের পরীক্ষার পরে আক্রান্ত ব্যাক্তির নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে।

আরও পড়ুনঃ বিশেষ নজর মালদহ-মুর্শিদাবাদে, করোনা পরীক্ষাকেন্দ্র খুলতে উদ্যোগী সরকার

অর্থাৎ দেখা যাচ্ছে, প্রথমদিকে পজিটিভ এলেও পরবর্তীতে টেস্টের রিপোর্ট নেগেটিভ আসছে। এরপরই রোগীকে বাড়ি ফেরানোর সিদ্ধান্ত নেন জেলা স্বাস্থ্য আধিকারিকরা। তাঁকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্র ও রাজ্য সরকার বেশ কয়েকটি জেলাকে ইতিমধ্যেই হটস্পট জোন ও ক্লাস্টারভুক্ত জোন হিসেবে চিহ্নিত করেছে। পশ্চিম বর্ধমান জেলা চিহ্নিত হয়েছে অরেঞ্জ জোন হিসাবে। সুতরাং বোঝাই যাচ্ছে করোনা পরিস্থিতিতে আতঙ্কের আবহে কিছুটা স্বস্তির খবর জেলা জুড়ে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here