বিদ্যাসাগরের জন্মদিনের দ্বিশতবার্ষিকী পূরণ উপলক্ষে পশ্চিম মেদিনীপুরে ভীমমেলার আয়োজন

0
98

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

শুরু হল পশ্চিম মেদিনীপুর জেলার আসদা সার্বজনীন ভীম মেলা। বুধবার বর্ণাঢ্য শোভাযাত্রা ও পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত বর্ষ জন্মদিন পালন ও তাঁর স্মৃতিতে মাল্যদান করে পতাকা উত্তোলন করে এই মেলার শুভ উদ্বোধন ও সূচনা করা হয়।

bhim mela | newsfront.co
মঞ্চ। নিজস্ব চিত্র

৫৬ বছরে পদার্পণ করা এই মেলা চলবে চার দিন ধরে। মেলার পাশাপাশি এই ক্লাব বিভিন্ন সমাজসেবামূলক কাজও করে থাকে। এদিন প্রায় ১০০ জন গ্রামের দুঃস্থ মানুষদের মশারি বিতরণ ও বস্ত্র বিতরণ করা হয় মেলা উপলক্ষে।

bhim mela | newsfront.co
মেলা প্রাঙ্গণ। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ঘৃণার গল্পে অনবদ্য ‘জাজমেন্ট ডে’, স্পেশাল স্ক্রিনিং-এ দর্শকমন তোলপাড়

প্রত্যন্ত গ্রামের মানুষের কাছে এই মেলা এক আলাদা অনুভূতির সৃষ্টি করে। গ্রামের মানুষজন এই মেলা খুব ভালোভাবেই উপভোগ করেন। মেলা চলার চারদিন পাশাপাশি চলবে যাত্রা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।

এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ অংশুমান মিশ্র, ডাঃ সমীর পাল, পঞ্চায়েত সমিতির সদস্যা অর্চনা দাস অধিকারী, রামহরি সাউ, আমডিহা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণেশ বারিক ও ভীম মেলা পরিচালনা কমিটি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here