সকালেই সন্ধ্যা নামল কলকাতায়, বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গেও

0
101

মোহনা বিশ্বাস, কলকাতাঃ

সকালেই কলকাতার বুকে নামল সন্ধ্যা। কালো মেঘে ঢাকলো নীল আকাশ। রবিবার সকাল থেকেই আকাশের মুখভার। সকাল দশটা থেকে বৃষ্টিতে ভিজছে তিলোত্তমা। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Kolkata weather
ফাইল চিত্র

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রাজস্থান থেকে নাগাল্যান্ড পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। এই অক্ষরেখা বিহার ও উত্তরবঙ্গের উপর দিয়ে গেছে। তার প্রভাবে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবেই বাংলায় বৃষ্টি। তার জেরেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলার উত্তরের জেলাগুলোতে।

জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রবল বৃষ্টিতে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা। বাড়বে নদীর জলস্তর। নীচু এলাকায় প্লাবনের আশঙ্কা। ইতিমধ্যেই বিপদগ্রস্ত এলাকার বাসিন্দাদের অন্যত্র সরানোর কাজ শুরু হয়েছে। জারি করা হয়েছে কমলা সতর্কতা।

আরও পড়ুনঃ সোমবার লকডাউন ভেঙে কলকাতা পুরসভা ঘেরাও, বিক্ষোভের পরিকল্পনা বিজেপির

এদিকে, রবিবার কলকাতায় দিনভর আংশিক মেঘলা আকাশ। বৃষ্টি চলছে সকাল থেকেই। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৪ শতাংশ। এদিন সকালের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুনঃ ‘সেঞ্চুরি’র দোরগোড়ায় কলকাতা, পেট্রোলের শতরানের দৌড়ে এগিয়ে বেশ কয়েকটি জেলা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here