লোকসভা ভোটের আগে রাজনৈতিক দলগুলোর প্রতি হোয়াটসঅ্যাপের সতর্কবার্তা

0
122

প্রযুক্তি ডেস্কঃ

লোকসভা ভোটের আগে রাজনৈতিক দলগুলেকে সতর্ক করলো হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। তারা যদি ভোটের আগে অপ্রাসঙ্গিক বার্তা বা স্প্যাম বন্ধ না, করে তাহলে চিহ্নিত করে বন্ধ করা হতে সেই অ্যাকাউন্ট গুলো।

হোয়াটসঅ্যাপ সূত্রে খবর , ভারতবর্ষ হল হোয়াটসঅ্যাপের সর্ববৃহৎ বাণিজ্যিক ক্ষেত্র যেখানে প্রতি মাসে প্রায় ২৩০ মিলিয়ন গ্রাহক সক্রিয় ভাবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন।

সম্প্রতি ভারত সরকারের পক্ষ থেকে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষকে একটা নোটিশ পাঠানো হয়েছে । যেখানে ভারত সরকার হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়িয়ে পড়া মিথ্যা খবর প্রচার রুখতে সচেষ্ট ভূমিকা পালন করতে বলেছে ।

বুধবার দিল্লিতে  এক সাংবাদিক সম্মেলনে হোয়াটসঅ্যাপের যোগাযোগ বিভাগীয় প্রধান কার্ল ওয়াওগ জানান ” আমরা দেখেছি অনেক সংখ্যক রাজনৈতিক দলগুলি যেভাবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করার চেষ্টা করে তা অনভিপ্রেত এবং তাদের প্রতি আমাদের কঠোর বার্তা হোয়াটসঅ্যাপকে এই ভাবে অপব্যবহার করতে থাকলে পরিণামে তা বন্ধ হয়ে যাবে । ”

এদিন ওয়াওগ আরও বলেন ” গত কয়েক মাসে আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে যোগসূত্র স্থাপন করেছি এটা বোঝানোর জন্য যে হোয়াটসঅ্যাপ কোনো সম্প্রচার প্ল্যাটফর্ম নয়; এটি স্কেলে বার্তা পাঠানোর জায়গা নয়; তাদেরকে বোঝানোর জন্য আমরা আরও জানাই যে কুপথে হোয়াটসঅ্যাপ অপব্যবহার করলে আমরা ঐ সমস্ত হোয়াটসঅ্যাপ গুলোর উপর নিষেধাজ্ঞা দিয়ে দেব । আমরা হোয়াটসঅ্যাপের নিজস্ব গুণাবলীকে বজায় রাখতে চেষ্টা করছি ।”

হোয়াটসঅ্যাপ সূত্রে জানানো হয়েছে যে ভুয়ো মোবাইল নম্বর ব্যবহার করে বিশেষত ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি বা সংস্থাগুলি হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের কাছে স্প্যাম বা অপ্রাসঙ্গিক মেসেজ পাঠাচ্ছে । হোয়াটসঅ্যাপের বিশ্বাসযোগ্যতার প্রশ্নে এবং গ্রাহকদের সুরক্ষার খাতিরে হোয়াটসঅ্যাপ ওই সমস্ত ভুয়ো একাউন্ট গুলোকে ব্লক করে দিচ্ছে ।

আরো জানা গেছে যে হোয়াটসঅ্যাপ এর অপব্যবহার রুখতে গোটা পৃথিবী জুড়ে প্রতি মাসে প্রায় ২ মিলিয়ন বা ২০ লক্ষেরও বেশি অ্যাকাউন্ট ব্লক করে দিচ্ছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ।

(ছবি সৌজন্যে-www.whatsapp.com)

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here