নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
যাদের ভাবনায় আছে উদার ও সমন্বয়বাদী মানবচেতনা, নেই শাস্ত্রীয় ধর্মের অনুশাসন। শুধু আছে গান আর গুরুর দেওয়া নির্দেশ তারাই বাউল। এক লহমায় “বাউল কে বা কারা?”– এই প্রশ্নের উত্তর এটাই আসে।
শোনা যায়, যেসব বৌদ্ধরা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বা হিন্দু ধর্মে দীক্ষিত হয়েছিলেন অথচ পূর্বের ধর্মাচারণেই অনড় ছিলেন, তাঁরাই সম্ভবত সেই সময় বাউল মতের ধারক ও বাহক হয়ে ওঠেন।এইভাবেই হিন্দু- মুসলমানের মিলনে গড়ে ওঠে বাউলমত।
বাউলরা একটি নন-কনফর্মিস্ট সম্প্রদায়, যাঁদের কোনও মতবাদ, আচার, ধর্মীয় প্রতিষ্ঠান বা ধর্মগ্রন্থ নেই। সঙ্গীতের মাধ্যমেই তারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখে। এহেন বাউল এবং বাউল গান নিয়ে কথা বলতেই একটি ডকুমেন্টারি ফিল্ম বানিয়েছেন পরিচালক সাইরাম সাগিরাজু।
আরও পড়ুনঃ একটি নীড়ের খোঁজে
ডকু ফিল্মটির নাম রাখা হয়েছে ‘হু ইজ বাউল’ অর্থাৎ কে বাউল সেই প্রশ্নেরই উত্তর খোঁজা হচ্ছে। অরিজিনাল স্কোর এবং মিউজিক সুপারভিশন করেছেন ‘গ্র্যামি’ পুরস্কারপ্রাপ্ত শিল্পী রিকি কেজ।ডকু ফিল্মটির প্রযোজনায় বিক্রম সমপথ, রিকি কেজ, রাজীব শর্মা।
৫৪ মিনিটের এই ডকু ফিল্মটি বাউল সম্প্রদায় এবং বাউল গানের অনেক অজানা দিক তুলে ধরবে বলে আশা করা যায়।প্রসঙ্গত, বিক্রম সমপথ একজন ঐতিহাসিক। তাঁর লেখা বহু বই সমাদৃত হয়েছে পড়ুয়ামহলে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584