ধ্রুপদী ভাষার তালিকায় বাদ বাংলা, কেন্দ্রের বিরুদ্ধে সরব শিক্ষামন্ত্রী

0
46

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

শিক্ষানীতিতে বাংলাকে ‘ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ’ বা ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়া হল না। এবার তাই কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। উচ্চশিক্ষা বিষয়ক একটি ওয়েবিনারে অংশ নিয়ে বুধবার তিনি বলেন, বাংলাকে বাদ দেওয়ার দুঃসাহস যারা দেখায়, রবীন্দ্রনাথ, নজরুল, তারাশঙ্কর এবং সত্যজিতের অবদান সম্পর্কে তাদের কোনো ধারনা নেই।

Partha Chattarjee | newsfront.co
ফাইল চিত্র

জাতীয় শিক্ষানীতিতে অবশ্য ধ্রুপদী ভাষার সংজ্ঞায় বলা হয়েছে, দেড় হাজার বছরের বেশি প্রাচীন এবং দীর্ঘকাল ধরে উচ্চমানের সাহিত্যগুণসম্পন্ন হতে হবে। অন্য ভাষা থেকে প্রায় কোনো শব্দ ধার না করাও এর অন্যতম একটি বৈশিষ্ট্য। সংস্কৃত, তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালম এবং ওড়িয়া এই ছ’টি ভাষা সেই স্বীকৃতি পেয়েছে। তাহলে বাংলা এই তালিকা থেকে বাদ পড়ছে কেন?

আরও পড়ুনঃ রাজ্যে বেকারত্বের হার কমেছে ৪০ শতাংশঃ মমতা বন্দ্যোপাধ্যায়

জাতীয় শিক্ষানীতি খতিয়ে দেখার জন্য রাজ্য সরকার গঠিত কমিটির এক সদস্য বলেন, সবমিলিয়ে বাংলা ভাষার বয়স প্রায় হাজার বছর হবে। এক্ষেত্রে সেই যুক্তিই হয়ত দিতে চাইছে কেন্দ্র। লোকসভায় বিরোধী দলনেতা অধীর চৌধুরীও এই বিষয়টি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও এই বিষয়ে তিনি চিঠি লিখেছেন বলে জানা যাচ্ছে। চাপে পড়ে এ বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করতে চাইছে কেন্দ্রও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here