পুলিশ ওয়ারেন্ট নিয়ে সার্চ করতে গেলেও যায়নি উর্দিতে, দাবি বিজেপি নেতা সজল ঘোষের

0
65

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

মুচিপাড়া থানার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন শিয়ালদহ এলাকার বিজেপি নেতা সজল ঘোষ। তাঁর অভিযোগ মুচিপাড়া থানার বেশ কয়েকজন পুলিশকর্মী আজ, শনিবার সন্ধ্যায় তাঁর বাড়িতে সার্চ ওয়ারেন্ট নিয়ে হাজির হন। সজল ঘোষের দাবি সার্চ ওয়ারেন্ট থাকলেও পুলিশের উর্দিতে ছিলেন মাত্র একজন।

Muchipara Police
নিজস্ব চিত্র

ঘটনার সুত্রপাত গত ১২ অগাস্ট। এলাকার একটি ক্লাবে ভাংচুরের ঘটনাকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ বাধে স্থানীয় তৃনমূল কর্মীদের সঙ্গে সজল বাবুর দলের। পরদিন অর্থাৎ ১৩ অগাস্ট শুক্রবার তৃণমূল কর্মীদের অভিযোগের ভিত্তিতে সজল ঘোষকে গ্রেপ্তার করে মুচিপাড়া থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে বেশ কিছু জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয় তার মধ্যে ছিল অস্ত্র আইনও। গত সোমবার অর্থাৎ ১৬ অগাস্ট আদালত সজল ঘোষের জামিন মঞ্জুর করে।

আরও পড়ুনঃ জাগো বাংলায় লেখার জেরে সাসপেন্ড প্রয়াত সিপিআইএম নেতার মেয়ে অজন্তা বিশ্বাস

এরপরে আজ সন্ধ্যেবেলা মুচিপাড়া থানার কয়েকজন পুলিশ কর্মী তাঁর বাড়িতে সার্চ ওয়ারেন্ট সহ সার্চ করতে গেলে সজল বাবুর দাবি মাত্র একজন পুলিশ কর্মী কেন উর্দিতে ছিলেন, বাকিদের পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। কিন্তু এলাকার অনেক মানুষ বলছেন, উর্দিতে কি যায় আসে! বিজেপি নেতা সজল ঘোষ তো চাইলেই তাঁদের পরিচয় পত্র দেখার দাবি জানাতে পারতেন। তা না করে তিনি পরিচিতদের মধ্যে ঘটনার ভিডিও পাঠিয়ে কি শুধুই উত্তেজনা তৈরি করতে চাইছেন এলাকায়?

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here