ওয়েবডেস্ক, নিউজফ্রন্ট:
কিছু দিন আগে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন,কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় আনা হবে।
এখন,স্কুল শিক্ষকদের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনার পর স্কুল শিক্ষক মহলে ক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে। তাহলে তাদের কি শুধুমাত্র স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়েই খুশি থাকতে হবে? যে প্রকল্পের আওতায় আসতে বেশিরভাগ শিক্ষকই রাজি নয়।কারণ এতদিন পর্যন্ত স্কুল শিক্ষকরা ৩০০ টাকা করে চিকিৎসা ভাতা পেতেন । স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় এলে সেটাও কাটা যাবে।অর্থাৎ বছরে ৩৬০০ টাকা কাটা যাবে। স্বাস্থ্য সাথী প্রকল্পে শিক্ষকেরা দেড় লক্ষ টাকা চিকিৎসা বীমা পাবেন।
প্রশ্ন এখানেই কারণ -এই একই স্কিমের আওতায় আসার জন্য দীর্ঘদিন ধরে আবেদন জানিয়ে আসছিলেন রাজ্যের স্কুল শিক্ষকেরা।যেখানে রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চিকিৎসা খরচের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার,সেখানে স্কুল শিক্ষকরা বঞ্চিত কেন থাকবেন। প্রশ্ন উঠছে- স্কুল শিক্ষকরা কি দোষ করলেন?
(সূত্র-bangla.vasundharatv.com)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584