শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
স্বামীকে খুন করে মৃতদেহ সিঁড়ির নিচে পুঁতে রাখার অভিযোগ স্ত্রীয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে কুশমন্ডির বানিহাল গ্রামে। শ্বশুরবাড়িতে খুন হন সোহেল রানা নামের ওই ব্যক্তি। অভিযোগ স্ত্রী রাজিয়া সুলতানা অন্যের সাথ অবৈধ সম্পর্কের কথা জেনে ফেলার কারনেই তিন তারিখ সোহেলকে খুন হতে হয়।
সোহেলকে খুন করেই থেমে থাকেনি স্ত্রী রাজিয়া। স্বামীকে খুন করে পরিবারের সহযোগিতায় নিজের বাড়িতেই সিঁড়ির নিচে পুঁতে রাখে রাজিয়া।
আরও পড়ুনঃ গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের জালে এক পাচারকারী, অধরা দুই
নিখোঁজ সোহেলের খোঁজ করতে গিয়ে সন্দেহ হয় প্রতিবেশী এবং সোহেলের পরিবারের লোকেদের। থানায় লিখিত অভিযোগ করলে কুশমণ্ডি থানার পুলিশ তদন্তে নেমে জানতে পারে যে, গ্রামেরই কোলোনদার আলী নামের এক সিভিক ভলান্টিয়ারের সাথে অবৈধ সম্পর্ক ছিল রাজিয়া সুলতানার।
দিল্লী থেকে শ্রমিকের কাজ করে শ্বশুর বাড়ি ফিরে বিষয়টি ধরে ফেলেন সোহেল রানা। এরপর অশান্তি শুরু হলে তাঁকে শ্বাসরোধ করে খুন করে। তারপর মৃতদেহ মাটিতে পুঁতে ফেলা হয় বলে অভিযোগ।
চলতি মাসের সাত তারিখে সিঁড়ির তলার মাটি খুঁড়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পাশাপাশি ঘটনায় অন্যতম অভিযুক্ত রাজিয়া সুলতানা সহ সোহেলের শ্বশুর, শাশুড়ি ও প্রেমিক সিভিককর্মী ছাড়াও মোট ছয়জনকে গ্রেফতার করে পুলিশ।
ঘটনায় ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে যে মূল অভিযুক্ত স্ত্রী রাজিয়া স্বয়ং। এরপর মঙ্গলবার অভিযুক্ত রাজিয়া সুলতানাকে গ্রেফতার করে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584