পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
স্ত্রীকে গলায় ফাঁস লাগিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার ভাগডুমুর এলাকায়। এই ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।ঘটনার কথা অস্বীকার করেছে মৃতা রাখির শ্বাশুড়ি।ঘটনার তদন্তে রায়গঞ্জ থানার পুলিশ।পুলিশসূত্রে জানা গিয়েছে,২০০৭ সালে দক্ষিন দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার বিজি পাড়ার বাসিন্দা পূর্নিমা প্রামানিকের ছেলে নিতিশ প্রামানিকের সাথে রায়গঞ্জ থানার ভাগডুমুর গ্রামের বাসিন্দা সঞ্জীত মন্ডলের মেয়ে রাখি মন্ডলের বিয়ে হয়।বিয়েতে কুড়ি হাজার টাকা ও আসবারপত্র দেওয়া হয় পন হিসেবে।বিয়ের দুবছর পর রাখি মন্ডলকে বালিশ চাপা দিয়ে মারার চেষ্টা করে তার স্বামী নিতিশ প্রামানিক বলে অভিযোগ।এই ঘটনার পর রাখির পরিবারের সদস্যরা রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে।পরে দুই পক্ষ বসে ঝামেলা মিটিয়ে নেয়।তারপর থেকে ভালোভাবে সংসার করছিল রাখি। স্বামী নিতিশ প্রামানিক প্রতিদিন মদ্যপ অবস্থায় স্ত্রীকে মারধোর করতো বলে অভিযোগ। পাশাপাশি তার উপর শারীরিক অত্যাচার করতো স্বামী।গতকালও প্রতিদিনের মত স্বামী নিতিশ প্রামানিক মদ খেয়ে বাড়িতে এসে স্ত্রী রাখির সাথে ঝামেলা করে। রাখিকে মারধোর করে বাড়ির থেকে কিছুটা দূরে একটি আম গাছে তাকে ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেয় বলে অভিযোগ।গ্রামবাসীরা রাখির পরিবারের সদস্যদের খবর দেয়। খবর পেয়ে রাখির পরিবারের লোকেরা। খবর দেওয়া হয় রায়গঞ্জ থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ।মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়।রাখির পরিবারের সদস্যরা স্বামী নিতিশ প্রামানিক ও শ্বাশুড়ি পূর্নিমা প্রামানিকের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
মৃত রাখি মন্ডলের কাকা বিশ্বজিৎ রায় জানিয়েছেন,মদ খেয়ে নিতিশ প্রামানিক তার স্ত্রীর উপর অত্যাচার করতো।গতকাল রাখিকে খুন করে বাড়ির থেকে কিছুটা দূরে একটি গাছে ঝুলিয়ে দেয়।এই ঘটনায় স্বামী ও শ্বাশুরীর বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।রাখির শ্বাশুড়ি পূর্নিমা প্রামানিক ঘটনার অস্বীকার করে তিনি বলেন আমার ছেলে মারেনি।আমার বৌমাই নিজেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
আরও পড়ুন: নিয়ন্ত্রিতহীন গাড়ির ধাক্কায় মৃত দুই স্কুল ছাত্রী,গুরুতর আহত এক
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584