বদরুল আলম, বাঁকুড়া
বাঁকুড়া জেলার জঙ্গল মহল এলাকার আদিবাসী অধ্যুষিত রাণীবাঁধে সমবায় নির্বাচনে বিজেপি জয়লাভ করল । পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল কংগ্রেস নেতাদের কপালে কার্যত চিন্তার ভাঁজ ফেলে দিল । এখানকার ‘ল্যাম্পস’ – সমবায়ের নির্বাচনে ২৪-২৩ ব্যবধানে পরিচালন বোর্ড দখলে যায় বিজেপির ।
সরাসরি রাজনৈতিক প্রতীকে এই নির্বাচন না হলেও , তৃণমূল ও বিজেপি দুই পক্ষই তাদের প্রতিনিধিদের জেতাতে কোমর বেঁধে নামে । কারণ , দুই দলের কাছেই এটা ছিল পঞ্চায়েত ভোটের আগে ওয়ার্মআাপ।
তবে , এতে একপ্রকার এগিয়ে গেল বিজেপি । এই মহিলা সমবায়ের ভোটে অাদিবাসীদের মন জয় করে জয়লাভকে সাংগঠনিক সাফল্য বলেই মনে করছে বিজেপি জেলা নেতৃত্ব ।
বাঁকুড়া জেলার রাজনৈতিক মহলেও জোর চর্চা চলছে ! তাহলে , কি আদিবাসী অধ্যুষিত জঙ্গল মহলে সাংগঠনিক দূর্বলতা প্রকট হচ্ছে তৃণমূল নেতৃত্বের ? যার জেরেই এই পট পরিবর্তন !
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584