নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
মকরসংক্রান্তি উৎসবে ১০০ জন আদিবাসী মানুষের হাতে কম্বল তুলে দিল পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ৩ নং ব্লকের তৃণমূল কংগ্রেস।

শালবনী ব্লকের রাধামোহনপুর আদিবাসী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সম্পন্ন হল এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান। অঞ্চল সভাপতি অসিত ঘোষ ও জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ সিংহের বুথের আদিবাসী মানুষদের হাতে বুধবার একশোটি কম্বল বিতরণ করা হল।
আরও পড়ুনঃ বন দফতরের পাতা খাঁচায় বন্দী চিতা
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক ও তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির মহকুমা কনভেনার তন্ময় সিংহ, অঞ্চলের যুব নেতৃত্ব অতনু সিংহ, সঞ্জয় বিষই উপস্থিত ছিলেন এই শীতবস্ত্র বিতরণে।
অলচিকি ভাষায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পার্শ্বশিক্ষক নির্মল মান্ডি। অসিত ঘোষ ও সন্দীপ সিংহ জানান, আগামী দিনে আরও মানুষের কাছে শীতবস্ত্র পৌঁছে দেওয়ার জন্য ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নেপাল সিংহ। পরিকল্পনা অনুযায়ী এই ধরনের সমাজসেবামূলক কাজ করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584