হরষিত সিংহ,মালদাঃফের প্রায় দুই লক্ষ টাকার জাল নোট সহ এক পাচারকারীকে আটক করে বৈষ্ঞবনগর থানার পুলিশের হাতে তুলে দিল ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর ২৪ নম্বর ব্যাটেলিয়ানের গোয়েন্দা বিভাগের জওয়ানেরা।
সোমবার গভীর রাতে বৈষ্ঞবনগর থানার পারদেওনাপুর শোভাপুর হিজলতলা থেকে ধৃত পাচারকারীকে অটক করা হয়। মঙ্গলবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ। পুলিশ সুত্রে জানা গিয়েছে ধৃত পাচারকারীর নাম বিষ্ঞুপদ বিশ্বাস । বাড়ি বৈষ্ঞবনগর থানার পারদেওনাপুর এলাকায়। পুলিশ সুত্রে জানা গিয়েছে, গোপন সুত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে সীমান্ত বাহিনীর ২৪ নম্বর ব্যাটেলিয়ানের গোয়েন্দা বিভাগের জওয়ানেরা হানা দেয় হিজলতলা এলাকায়। সেখানে সন্ধেহজনক আবস্থায় এক ব্যাক্তিকে ঘোরাঘুরি করতে দেখে আটক করে। তল্লাশ অভিযান চালিয়ে তার কাছ থেকে উদ্ধার করে জাল নোটের বান্ডিল। ঘটনায় ধৃতকে আটক করে জওয়ানেরা। মঙ্গলবার সকালে ধৃতকে জাল নোট সমেত পুলিশের হাতে তুলে দেয় সীমান্ত রক্ষী
বাহিনীর কর্তারা।
এদিনি বৈষ্ঞবনগর থানার পুলিশ ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করে সাত দিনের পুলিশি হেপাজতের আবেদন জানায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584