নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদ:আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ এক ব্যাক্তিকে গ্রেপ্তার করে মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার পুলিশ। শনিবার রাতে বেলডাঙ্গার কালিতলা এলাকা থেকে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম বিপুল মন্ডল। মুর্শিদাবাদের নওদা থানার আমতলা এলাকায় তার বাড়ি। ধৃতের কাছে থেকে ৪ টি পিস্তল ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ধৃতকে রবিবার বহরমপুর আদালতে তোলা হলে বিচারক তাকে ৫ দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
জানা গিয়েছে, এদিন রাতে তাকে কালীতলা এলাকায় ঘোরাঘুরি করতে দেখে পুলিশের সন্দেহ হলে তাকে আটক করে পুলিশ। তার কাছে তল্লাসি চালিয়ে ৪ টি পিস্তল ও ১৩ রাউন্ড গুলি পাওয়া গিয়েছে। তখন তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ। তাকে জিজ্ঞাসা করে পুলিশ জানতে পারে সে ওগুলি মুঙ্গের থেকে নিয়ে আসছিল। সে এই অস্ত্র গুলি এলাকায় কার কাছে দেওয়ার জন্য নিয়ে আসছিল তা জানতে তদন্তে নেমেছে বেলডাঙ্গা থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584