নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
ডাইনি সন্দেহে মারধর, জরিমানা, বয়কটের কারণে ব্যাপক উত্তেজনা ছড়ালো গ্রামে। এমনকী গ্রামবাসীদের বোঝাতে ব্যর্থ প্রশাসনিক আধিকারিকরাও।
প্রসঙ্গত মাসখানেক ধরেই পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বাসনছোড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নীলগঞ্জ গ্রামে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন মাতি সরেন। চিকিৎসক দেখিয়েও সুরাহা না মেলায় জানগুরুর দ্বারস্থ হয় রোগীর পরিজনেরা।
জানগুরু বলেন, গ্রামে ডাইনি রয়েছে, তাই বেদম প্রহার করে বয়কট করা হয় গ্রামেরই বাসিন্দা লক্ষ্মী হাঁসদা কে। করা হয় মোটা অঙ্কের জরিমানাও। একমাস ধরে অত্যাচার সহ্য করার পর ধৈর্যের বাঁধ ভাঙে লক্ষী হাঁসদার।
আরও পড়ুনঃ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ পশ্চিম মেদিনীপুরে
সোমবার প্রশাসনের দ্বারস্থ হয় সে। মঙ্গলবার গ্রামে যায় পুলিশ-সহ প্রশাসনিক আধিকারিকরা। প্রশাসনিক আধিকারিকদের বোঝানোর পরেও নিজেদের সিদ্ধান্তে অনড় গ্রামবাসীরা। ব্লক প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে গ্রামবাসীরা। পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে। গ্রামের গোটা ঘটনা ঘিরে প্রশ্ন উঠছে জনসচেতনতা নিয়ে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584