নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
লকডাউনের জেরে কাজে গিয়ে স্বামী আটকে পড়েছেন নেপালে। কোন ভাবেই রায়গঞ্জে ফিরতে পারেননি। সেই মানসিক অবসাদে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন স্ত্রী। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের বামন গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম পুতুল রায়,বয়স আনুমানিক উনিশ বছর।
জানা যায়, মাত্র মাস ছয়েক আগে ওই গ্রামের তাপস রায়ের সঙ্গে তার বিয়ে হয়েছিল। যদিও মৃতার বাপের বাড়ির অভিযোগ, বিয়ের কয়েকদিন পরে স্ত্রীকে নিজের বামন গ্রামের বাড়িতে রেখে তাপস নেপালের বিরাটনগরে নির্মান কাজে শ্রমিক হিসাবে যোগ দিয়েছিল।
আরও পড়ুনঃ হাঁসগেড়ার পর শ্রীধরপুর, পুলিশকে লক্ষ করে ইটবৃষ্টি জনতার
তবে বাংলা নববর্ষে তাঁর ফেরার কথা ছিল। করোনার জেরে ভারত-নেপাল সীমান্ত বন্ধ করে দেওয়ায় বাড়িতে ফিরতে পারছিল না তাপস। এমনকি গতরাতেও স্ত্রীর সঙ্গে তাপসে বেশ কিছুক্ষন টেলিফোনে কথা হয়। রবিবার সকালে নিজের ঘর থেকে মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার করেন শ্বশুরবাড়ির লোকজন।
তবে প্রাথমিক সূত্রে পুলিশের অনুমান, মানসিক অবসাদের জেরেই ওই গৃহবধূ আত্মঘাতী হয়েছেন। তাঁর মৃত্যু সংবাদ দেওয়া হলেও স্বামী তাপস লকডাউনের জেরে রায়গঞ্জে আসতে পারবেন না বলে পরিবারের লোকজনেরা জানিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584