জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে মহিলা নেতা আসুক, প্রস্তাব হন্ডুরাসের

0
71

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

united nation | newsfront.co

জাতিসংঘের পরবর্তী মহাসচিব নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে নিরাপত্তা কাউন্সিল ও সাধারণ অ্যাসেম্বলি।

বর্তমানে জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালন করছেন পর্তুগালের প্রাক্তন প্রধানমন্ত্রী অ্যান্তোনিও গুতেরেস (৭১)। তিনি দ্বিতীয়বারের জন্য মনোনয়ন দেবেন। উল্লেখ্য, তাঁর প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও সাধারণ অ্যাসেম্বলির সমর্থনও রয়েছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য পাঁচটি দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স এবং ইউকে । যদিও গুতেরেস সম্পর্কে কয়েকটি বেসরসকারি গোষ্ঠী সমালোচনায় সরব হয়েছে। তাদের দাবি বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষায় তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেননি।

বৃহস্পতিবার জাতিসংঘের মহাসচিব নিয়োগপত্রে বলা হয়েছে, প্রার্থীকে প্রমাণিত নেতৃত্বের অধিকারী হতে হবে, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বিস্তৃত অভিজ্ঞতা থাকতে হবে, শক্তিশালী কূটনৈতিক যোগাযোগ এবং বহুভাষায় দক্ষ হতে হবে।

আরও পড়ুনঃ দায়ের হয়েছে এফআইআর, তবুও কৃষকদের পাশেই সুইডিশ পরিবেশবিদ

জাতিসংঘের পরবর্তী মহাসচিব যিনি হবেন তিনি ২০২২-২০২৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন। জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশকে নিয়োগপত্রের ওই চিঠি দেওয়া হয়েছে। সদস্য রাষ্ট্র হন্ডুরাস মহাসচিব পদে নারী নেতৃত্ব নিয়োগের আবেদন জানিয়েছে।

১৯৪৫ সালে জাতিসংঘ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে মহাসচিব পদে পুরুষ দায়িত্ব পালন করে আসছে। এই নির্বাচন প্রক্রিয়া আগামী মে-জুন মাসে শুরু হতে চলেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here