মনিরুল হক, কোচবিহারঃ
করোনার প্রকোপ থেকে বাঁচতে করোনা পূজা করলেন এলাকার মহিলারা।
৬০ ন্যনোমিটারের মারন ভাইরাস করোনা এরাজ্যের বিভিন্ন জেলায় ক্রমশ নিজের আধিপত্য বিস্তার করে চলছে। প্রতিষেধক তৈরিতে ব্যস্ত বিশ্বের চিকিৎসাবিজ্ঞানীরা। ঠিক তখনই করোনার হাত থেকে বাচঁতে “করোনা পুজো”-র আয়োজন করলেন একদল মহিলা।
কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ভিডিও, যেখানে কিছু মহিলাকে করোনা পূজা করতে দেখা যায়। এবারও সেই দৃশ্য ফুটে উঠল কোচবিহার জেলার ১৮ নম্বর ওয়ার্ডের বাঁধের পার এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকাল থেকে কিছু মহিলা উপোস অবস্থায় মাটি খুড়ে তাতে লাড্ডু, জবাফুল, লবঙ্গ দিয়ে পুজো দেয়। এবিষয়ে স্থানীয় কিছু মানুষ জিজ্ঞাসা করলে,তারা বলেন, ‘পশ্চিমি রাজ্য গুলিতে কিছু মহিলারা এই পুজো উপাচার করেন।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদে মোট আক্রান্ত বেড়ে ১২৬
তাদের সোশ্যাল মিডিয়ায় তা ছড়িয়ে দেন, যা দেখে তারাও ভাইরাসের ছোবল থেকে রক্ষা পেতে সমাজের সর্বস্তরের মানুষের কল্যান কামনায় এই পুজোর আয়োজন করেছেন।
এদিন কিছু মহিলা জানিয়েছেন, ‘দেশের সুস্থতা কামনা করে আমাদের এই পূজা।’ তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও যাতে দেখা য়ায়, কিছু মহিলা একটি ফাঁকা মাঠে গর্ত খুরে পুজা করেছিলেন। তারপর আমারও মহিলারা মিলে এই পূজা করবে বলে সিদ্ধান্ত নিলাম।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584