নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পার্টি অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো স্থানীয় মহিলারা। শনিবার কেশপুর ১ নম্বর অঞ্চলের শোলডিহা গ্রামে ব্যাপক বিক্ষোভ দেখায় স্থানীয় মহিলারা।

তৃণমূল পার্টি অফিসে তালা মেরে পথ অবরোধ করে তারা বিক্ষোভ দেখায়। অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতৃত্ব এক – এক জন উপভোক্তার কাছ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নিয়েছে। অভিযোগ, এরই প্রতিবাদে শতাধিক গ্রামবাসী বিক্ষোভ দেখায়।যার ফলে ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আরও পড়ুনঃ আমপানে ক্ষতির পরিমাণ ৮০ হাজার কোটি
খবর পেয়ে ঘটনাস্থলে যায় কেশপুর থানার পুলিশ। পুলিশ ওই গ্রামে গিয়ে বিক্ষোভকারীদের সাথে কথা বলেন এবং তাদের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেন । তবে গ্রামবাসীদের আনা অভিযোগ অস্বীকার করেছে ওই এলাকার তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584