সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় হোস্টেল উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পাশাপাশি জঙ্গলমহল থেকে কেন্দ্রীয় বাহিনী তুলে নেওয়া, পার্শ্ব শিক্ষকদের নিয়েও মন্তব্য করলেন।
দেড় বছর সময় লাগল মহিলা বিশ্ববিদ্যালয়ের এই হোস্টেল তৈরি করতে, যাতে খরচ হয়েছে পাঁচ কোটি টাকা। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আসা ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি থাকার সমস্যা হতো। এই অবস্থায় ডায়মন্ড হারবার শহরের বিভিন্ন মেস বাড়িগুলিই ছিল একমাত্র ভরসা। ফলে ছাত্রীদের কলেজ করতে অনেকটা সমস্যা হতো।
আরও পড়ুনঃ রামনগর ব্লকে শিশু ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন
এবারে কলেজ ক্যাম্পাসের মধ্যেই এই হোস্টেল হওয়ায় ছাত্রীরা অনেকটাই উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। তবে হোস্টেল খরচ একটু বেশি থাকায় বিবেচনা করার কথা প্রিন্সিপালকে জানায় ছাত্রীরা।
এ দিন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ছাত্রীদের শিক্ষাক্ষেত্রে অসুবিধা যাতে না হয় তার জন্য এই হোস্টেল নির্মাণ। এখানে ১০০ জন থাকতে পারবে একই সাথে।
অন্যদিকে তিনি জানান, উপ-নির্বাচনের জন্য জঙ্গলমহল থেকে যে কেন্দ্র বাহিনী তুলে নেওয়া হয়েছে তা একদমই উচিত হয়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584