সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
মগরাহাট ২নং থানার গকুর্নি পঞ্চায়েতের মদের দোকান খোলার বিরুদ্ধে পথে নামল মহিলারা।এলাকাকে মদ মুক্ত করতে একত্রিত গ্রামবাসী।মহিলারা একটি নতুন মদের দোকান হওয়াই তার বিরুদ্ধে আন্দোলনে বসেন।মদ ব্যবসায়ী বলেছিল এখানে কারখানা হবে।
কিন্তু কারখানার নামে মদের দোকান খুলছে বলে অভিযোগ।এমনিতেই দুর্বৃত্তদের দাপটে এলাকায় চলাফেরা দায়,স্থানীয় গৃহবধূ অঞ্জলি সর্দারের অভিযোগ, কিছুদিন আগে টিউশনি পড়ে আসার পথে একটি মেয়ে মদ্যপদের হাতে পড়ে।সেই সময় ওই গ্রামের এক যুবক তাকে উদ্ধার করে।
আরও পড়ুনঃ দিনহাটায় মদের দোকান ভাঙলেন এলাকার ক্ষুব্ধ মহিলারা
পঞ্চায়েত কে জানানো হয়েছে।জানানো হয় মগরাহাট থানা।কেউ কিছু না করাতে মদের দোকান খোলার বিরুদ্ধে মহিলারা একত্রিত হয়ে আজ ভাঙচুর চালায়।
হালদারপাড়া শেখপাড়া সর্দার পাড়া পুরকাইত পাড়া ঘুগনি গ্রামের মহিলারা একত্রিত হয়েছিল। প্রশাসনে লিখিত দেওয়ার পরেও মদের দোকান খোলা হচ্ছিল।গ্রামের থেকে দূরে মদের দোকান হওয়া উচিত ছিল মনে করেন স্থানীয়রা।অভিযোগ উঠেছে পুলিশী নিষ্ক্রিয়তারও।ঘটনার তদন্ত শুরু করেছে মগরাহাট থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584