রথের দিন দুঃস্থদের পাশে মহিলারা

0
29

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

করোনা পরিস্থিতিতে এবছর রথযাত্রা সম্পূর্ণ রূপে বন্ধ। জগন্নাথদেবকে তার মাসীর বাড়ি যেতে দিতে বাধ সাধছে করোনা। প্রতিবছরই রথের দিনে জনসমাগম হয় পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ীতে। কিন্তু করোনা পরিস্থিতি তা কেড়ে নিয়েছে। কিন্তু পরিস্থিতি যতই প্রতিকূল হোক থেমে নেই মহিলারা। রথযাত্রার পূন্যলগ্ন তিথিতে কেশিয়াড়ী ব্লকের কুসুমপুর ৪ নং পঞ্চায়েতের গ্রামের মহিলারা এলাকার দুঃস্থদের পাশে দাঁড়ালেন।

clothes distribution | newsfront.co
নিজস্ব চিত্র

মঙ্গলবার সকালে দুধেবুধে সৃজনশীল মহিলা সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এলাকার প্রায় ৫০ টি গরিব ও দুঃস্থ মহিলাদের শাড়ি সহ বিভিন্ন সামগ্রী, পুরুষদের গামছা, গেঞ্জি সহ বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয় সমিতির পক্ষ থেকে। সেই সঙ্গে দেওয়া হয়েছে বিস্কুট, তেল, সাবান প্রভৃতি।

Relief distribution | newsfront.co
নিজস্ব চিত্র

এদিনের এই সামাজিক কাজে মহিলাদের অনুপ্রেরণা ও উৎসাহ জোগিয়েছেন এলাকার বিশিষ্ট ব্যক্তি গোপালচন্দ্র দাস। এই বছর রথের দিনটিকে বেছে নিয়ে এই কর্মসূচি নিয়েছেন মহিলারা। প্রতি বছর রথ আসে আবার চলেও যায় । কিন্তু এই সময় এই সমস্ত মানুষগুলোর জোটে না নতুন পোশাক। তাই এই সমস্ত মানুষগুলোর কথা ভেবে এই সমিতির তরফে এই ধরণের কর্মসূচি নেওয়া হয় বলে জানান সমিতির মহিলারা।

আরও পড়ুনঃ গবেষকদের ফেলোশিপের ভাতা বাড়াল ইউজিসি

সমিতির সভানেত্রী সুলেখা করন জানান, ‘করোনা পরিস্থিতিতে সকলেই কিছু না কিছু সমস্যার মধ্যে আছি। তাই নিজেরাই হাত খরচের টাকা বাঁচিয়ে মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি।’ এদিনের কর্মসূচিতে খাদ্যসামগ্রী ও বস্ত্র প্রদানের পাশাপাশি করোনা মোকাবিলায় স্বাস্থ্য সচেতনতার বার্তাও দেওয়া হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here