একশ দিনের কাজে কমল মহিলাদের অংশীদারিত্ব

0
36

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

করোনা ভাইরাসের প্রকোপে ত্রস্ত গোটা পৃথিবী। বিশ্বের অন্যান্য দেলের মতো ভারতেও ক্রমশ বাড়ছে সংক্রমিত ও মৃতের সংখ্যা। এই করোনা পরিস্থিতির মধ্যে একশ দিনের কাজে মহিলাদের অংশীদারিত্ব উল্লেখযোগ্য হারে কমেছে।

100day work scheme | newsfront.co
ফাইল চিত্র

সরকারি তথ্য অনুসারে চলতি অর্থবর্ষের প্রথম পাঁচ মাসে (২৪ অগাস্ট পর্যন্ত ) জাতীয় গ্রামীণ কর্ম নিশ্চয়তা প্রকল্পে কর্মদিবসের প্রেক্ষিতে মহিলাদের অংশীদারিত্ব ৫২.৪৬ শতাংশ, যা গত আট বছরের তুলনায় সবচেয়ে কম।

এনআরইজিএস পোর্টালে ২৪ অগাস্ট পর্যন্ত দেওয়া পরিসংখ্যান মোতাবেক ২০১৩-১৪ সালে একশ দিনের প্রকল্পে মহিলাদের অংশীদারিত্ব ছিল ৫২.৮২ শতাংশ। বর্তমানে যা ৫২.৪৬ শতাংশ। এই সংখ্যা গত বছরের তুলনায় ২.২৪ শতাংশ কম। কর্মদিবসের বিচারে দেশের প্রায় ১৩.৩৪ কোটি মানুষ একশ দিনের কাজে অংশ নিয়ে থাকেন। এর মধ্যে মহিলা কর্মীর সংখ্যা ৬.৫৮ কোটি (৪৯ শতাংশ)।

আরও পড়ুনঃ বাড়ল বাস, ট্রাকের নথি পুনর্নবীকরণের সময়সীমা

একশ দিনের কাজে মহিলাদের অংশীদারিত্ব কমে যাওয়ার কারণ সরকারিভাবে ব্যাখ্যা না করা হলেও সূত্র মারফত জানা গিয়েছে যে, মন্দা অর্থনীতি ও লকডাউনে বিপুল পরিমান পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার কারণেই মহিলাদের একশ দিনের কাজে অংশীদারিত্ব কমে গিয়েছে।

এছাড়াও দেখা যাচ্ছে যে, এ বছর দেশজুড়ে একশ দিনের প্রকল্পে নির্ধারিত কর্মদিবসের সংখ্যা ২৮০.৭২ কোটি। ইতিমধ্যেই ১৮৩ কোটি কর্মদিবসের কাজ হয়েছে। যা গ্রামীণ অর্থনীতির দুর্দশাকেই সূচিত করছে।

আরও পড়ুনঃ টানা ৬ দিন ধরে পেট্রোলের মূল্যবৃদ্ধি

দেশের ১৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একশ দিনের কাজে মহিলাদের অংশীদারিত্ব কমেছে। জাতীয়স্তরে চলতি অর্থবর্ষের প্রথম পাঁচ মাসে এনআরইজিএস প্রকল্পে মহিলাদের অংশীদারিত্ব কমার হার ২.২৪ শতাংশ।

সেখানে অন্ধ্রপ্রদেশ, বাংলা ও তেলেঙ্গানায় মহিলাদের অংশীদারিত্ব কমেছে যথাক্রমে ৩.৫৮, ৩.৩২ ও ২.৬২ শতাংশ। এছাড়া ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, জম্মু-কাশ্মীর, আন্দাবান নিকোবর, উত্তরাখণ্ড ও সিকিমেও মহিলাদের একশ দিনের কাজে যোগদানের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here