‘ধর্ষণের জন্য দায়ী মহিলাদের স্বল্পবসন’, মন্তব্য পাক প্রধানমন্ত্রীর

0
45

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

ফের একবার খবরের শিরোনামে পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মেয়েদের পোশাকই ধর্ষণের জন্য দায়ী’। পাক প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক।

imran khan | newsfront.co
ইমরান খান। ফাইল চিত্র

উল্লেখ্য, মাস কয়েক আগেই একই মন্তব্যের জেরে নেটিজেনদের তোপের মুখে পড়েছিলেন পাক প্রধানমন্ত্রী। আবারও পাকিস্তানে বেড়ে চলা যৌন হেনস্থার জন্য মেয়েদের ছোটো পোশাককেই দায়ী করলেন তিনি।

সম্প্রতি “Axio ON HBO”- এর একটি সাক্ষাৎকারে পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ‘পুরুষরা যদি রোবট না হয়, তাহলে মহিলাদের স্বল্পবসন তাঁদের উপরে প্রভাব ফেলবেই। এটা খুবই সাধারণ।” অপরদিকে ইমরান সমর্থকরা বলছেন, তার মন্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে।

আরও পড়ুনঃ নবনির্বাচিত ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি’কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা

উল্লেখ্য, এর আগে ধর্ষণ প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করায় ইমরান খানকে তুলোধোনা করেছিলেন তাঁর প্রথম স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথও। জেমাইমা টুইট করেন, “মহিলাদের নয়, দায় পুরুষদের।” তিনি লিখেছিলেন, “পুরুষদের বলো তাঁরা যেন নিজেদের গোপনাঙ্গ ঢেকে রাখে এবং দৃষ্টি সংযত করে। দায় পুরুষদের।” একইসঙ্গে জেমাইমা আরও বলেছিলেন, আমি যে ইমরানকে চিনতাম সে বলত, দোষ মেয়েদের নয়, পুরুষদেরই চোখ ঢেকে রাখা উচিত। ইমরান খানের আরেক প্রাক্তন স্ত্রী রেহাম খানও বলেন, ইমরান যত কম কথা বলেন তত সবার ভালো।

আরও পড়ুনঃ Happy Father’s Day: চলছে অনলাইন ক্লাস, বৃষ্টিতে মেয়ের মাথায় ছাতা ধরে দাঁড়িয়ে বাবা

প্রসঙ্গত বরাবরই বিতর্কিত মন্তব্যের জন্য শিরোনামে থাকেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। কখনও কাশ্মীর নিয়ে কখনও আবার দেশে জঙ্গিদের জন্য সেফ হোম তৈরি করে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here