নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
সীমান্ত রক্ষী বাহিনীর হাতে ধরা পড়ল ফেন্সিডিল সহ এক মহিলা। ঘটনাটি ঘটেছে এদিন ভোরে কালিয়াচক থানার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা শ্মশানি গ্রামে। সীমান্ত রক্ষী বাহিনীর ২৪ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা ওই মহিলাকে আটক করে।

তার কাছ থেকে উদ্ধার করা হয় এক বস্তা নেশা করার কাশির ফেন্সিডিল সিরাপ। বস্তার মধ্যে ১৫০ বোতল ফেন্সিডিল ছিল বলে জানা গিয়েছে। বিএসএফের পক্ষ থেকে তাকে কালিয়াচক থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ চতুর্থ দফার লকডাউনে ছাড়ের ইঙ্গিত
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মহিলার নাম সঙ্গীতা সিংহ(৪৫)। তিনি শ্মশানি এলাকার বাসিন্দা। এই ফেন্সিডিল গুলি সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল ওই মহিলা বলে খবর।
তবে তার আগেই বিএসএফ মহিলাকে ধরে ফেলে। শুক্রবার ধৃত মহিলাকে মালদহ জেলা আদালতে পাঠিয়েছে পুলিশ। পাশাপাশি তদন্তও শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584