লকডাউনের মধ্যেও ভাঙন প্রতিরোধের কাজ চলছে জোরকদমে

0
44

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

নতুন কোনও কাজ শুরু না করে আগে থেকে চলতে থাকা কাজগুলিই তাড়াতাড়ি শেষ করার দিকে জোর দিয়েছে মালদহ প্রশাসন। করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব পালনের বিধি মেনেই এই কাজ চলছে বলে জানিয়েছেন সেচ দফতরের ইঞ্জিনিয়াররা। ভারী বর্ষা শুরু হওয়ার আগেই ভাঙন প্রতিরোধের কাজ সেরে ফেলার পরিকল্পনা নেওয়া হয়েছে। মালদহের মানিকচক, রতুয়া সহ বিভিন্ন এলাকায় এই কাজ চলছে জোরকদমে।

River bank | newsfront.co
নিজস্ব চিত্র

মালদহ জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল জানান, ‘১০০ দিনের কাজ রাজ্য সরকারের নির্দেশ মেনে শুরু করা হয়েছে।’

আরও পড়ুনঃ নবদ্বীপ পুরসভার তোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মালদহের অন্যতম ভাঙন কবলিত এলাকা কালিয়াচকের কাজ এখনও শুরু হয়নি। ঐ এলাকাতেই ভাঙন দ্রুত শুরু হয়। করোনা পরিস্থিতিতে লকডাউনের আগে পর্যন্ত ভাঙন প্রতিরোধের কাজ পূর্ণ উদ্যমে চলছিল। লকডাউন শুরু হতে কিছুদিনের জন্য ওই কাজ স্থগিত হয়ে যায়। কিন্তু সম্প্রতি কাজ আবার শুরু করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here