নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
উত্তর দিনাজপুরের চোপড়া থানার দাসপাড়া এলাকায় ইছামতি চা বাগানের ম্যানেজারকে নিগ্রহের অভিযোগে ওয়ার্ক সাসপেনশনের নোটিশ দিল বাগান কর্তৃপক্ষ। জানা যায়, চা শ্রমিকদের একাংশ নিয়ে কাজ শুরু করার নির্দেশ আসতেই, এ ব্যপারে শ্রমিকদের নিয়ে একটি বৈঠক ডাকা হয়েছিল।
সেখানেই শ্রমিক নেতাদের উপস্থিতিতে এক চৌকিদার ম্যানেজারকে মারধর করে বলে অভিযোগ। এ ব্যপারে চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে ম্যানেজার।
আরও পড়ুনঃ ভিড় এড়াতে ইসলামপুর মহকুমার ৪৮ টি বাজারকে স্থানান্তরিত করলো পুলিশ
যদিও এ বিষয়ে বাগান ম্যানেজার নিত্যানন্দ মাহাতো জানান,”এক চৌকিদার দিনের বদলে রাতে ডিউটি করার অযৌক্তিক দাবিতে সবার সামনে তেড়ে এসে আমাকে হেনস্তা করে”। এমনকি পুলিশকে জানানোর পাশাপাশি বাগানের ঊর্ধতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে বিষয়টি ।
জানা গেছে, ইছামতি বাগানে মোট শ্রমিক সংখ্যা প্রায় পাঁচশো। মূলত চারশো একর জমির উপর রয়েছে এই বাগান। এমনকি এই চা বাগানের নিজস্ব কারখানাও রয়েছে।এদিনের এহেন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাগান এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584