একশো দিনের নায্য কাজ চাইতে গিয়ে মিললো প্রহার

0
56

নিজস্ব সংবাদদাতা,আরামবাগঃ

হুগলির পুরশুড়ার শ্রীরামপুর এলাকায় মঙ্গলবার রাতে আক্রান্ত লিয়াকত চৌধুরী। সে পেশায় দিনমজুর। নিজের কার্ড থাকা সত্ত্বেও মেলেনি একশো দিনের কাজ। তাই সোমবার পঞ্চায়েত গিয়েছিল কাজের দাবি নিয়ে। কিন্তু কাজের পরিবর্তে এল প্রহার।

নিজস্ব চিত্র

অভিযোগ, এদিন সে স্থানীয় বাজারে বসেছিল হঠাৎ কয়েকজন যুবক এসে তাকে বেধড়ক মারধর করে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে লিয়াকত।পরে স্থানীয় বাসিন্দা ও পরিবারের লোকজন তাকে প্রথমে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। মারধরের ফলে তার মাথা ফেটে যায় । মাথায় দশ বারোটি সেলাই দিতে হয়। প্রসঙ্গত, সোমবার তৃনমূল যুব কংগ্রেস ও স্থানীয়দের উদ‍্যোগে ভুয়ো কা‌র্ডে টাকা তোলা ও সঠিক কার্ডধারীদের এবং গরীব মানুষদের কাজ না পাওয়া নিয়ে প্রধানকে ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করা হয়।এই বিক্ষোভে সামিল হয়ে নিজের কাজের দাবি জানিয়েছিল সে এই কারনেই তাকে মারধর হয় বলে এমনটাই অভিযোগ।তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।এই ঘটনায় পুরশুড়া থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে।তবে এলাকায় পরিস্থিতি যথেষ্ট থমথমে।বসানো হয়েছে পুলিশ পিকেট।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here