লকডাউনের মধ্যে দুমাসের বকেয়া বেতন না মেলায় বিক্ষোভ শ্রমিক সংগঠনের

0
55

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ

দুমাস ধরে বকেয়া বেতন না পাওয়ার দাবি জানিয়ে প্রতিবাদে বিজেপির শ্রমিক সংগঠন। শনিবার সাত সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বড়জোডা থানার হরিরামপুর এলাকার একটি বেসরকারি ইস্পাত কারখানায়। জানা যায়, বাঁকুড়ার বড়জোড়া ব্লকের হরিরামপুর এলাকায় একটি বেসরকারি ইস্পাত তৈরীর কারখানায় প্রায় এ রাজ্যের তিনশো জন শ্রমিক কাজ করে।

Protest | newsfront.co
কারখানার গেট ঘিরে বিক্ষোভ। নিজস্ব চিত্র

আর তার উপর লকডাউনের জেরে ওই কারখানায় গত ২৩ মার্চ থেকে বন্ধ হয় উৎপাদন।  ফলে কাজ নেই শ্রমিকদের। অন্যদিকে কারখানা কর্তৃপক্ষ গত ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন বকেয়া রেখেছে। পাশাপাশি তারা বকেয়া বেতন চাইতে গেলে, কারখানা কর্তৃপক্ষর তরফে কোনও সদুত্তর না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠে শ্রমিকরা। তাই তারা বিজেএমটিইউ (BJMTU) পতাকা তুলে কারখানার গেটে বিক্ষোভ দেখাতে শুরু করে শ্রমিকরা।

আরও পড়ুনঃ লকডাউনে জেরে বন্ধ রাস্তার কাজ, যাতায়াতে চরম ভোগান্তি বাসিন্দাদের

তবে এদিনের এই বিক্ষোভের নেতৃত্বে দেয় ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন। শুধু তাই নয়, কারখানার গেটের বাইরে থেকে ইট পাটকেল ছুঁড়তে শুরু করে উত্তেজিত শ্রমিকরা। তবে অপরদিকে বিজেপির শ্রমিক সংগঠনের মদতে কারখানার গেটকে লক্ষ্য করে ইট ছোঁড়ার ঘটনায় ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here