পিয়া গুপ্তা চক্রবর্তী, উত্তর দিনাজপুরঃ
দিল্লি থেকে পায়ে হেঁটেই বাড়ি পৌঁছান উত্তর দিনাজপুরের কিছু পরিযায়ী শ্রমিক। লকডাউন ফলে কাজ বন্ধ হয়ে থাকায় না খেয়েই দিন কাটাতে হচ্ছিল দিল্লিতে থাকা আটজন শ্রমিক। শ্রমিক শ্যামল মহলদার বলেন,’৭ দিন ধরে বাড়ি ফিরেছেন। বাড়ি চাঁচলে। দিল্লিতে রাজমিস্ত্রী শ্রমিকের কাজ করছিলাম।
লকডাউনে কাজ বন্ধ হয়ে পড়ায় খাওয়া দাওয়া ব্যবস্থা ছিলো না। তাই বাড়ি ফিরতে বাধ্য হতে হয়। বেশ কয়েকটি জায়গায় তাদের আটক করে পুলিশ প্রশাসন সহ আধিকারিকরা। থার্মাল গান দিয়ে পরীক্ষা করে বিহার পুলিশ তাদের ছেড়ে দেয়।’
আরও পড়ুনঃ লকডাউনে লুডো খেলতে গিয়ে রাস্তায় কান ধরে উঠবোস যুবকদের
এদিন সকালে বিহার থেকে পশ্চিমবঙ্গ আসেন ৮ জন শ্রমিক। উত্তর দিনাজপুরের করণদিঘী থানার টুঙ্গিদিঘীর প্রশাসনিক আধিকারিকরা ৮ জনের দলটিকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। তাদের নথিপত্র দেখেন। তারপর তারা নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584