সামাজিক সুরক্ষা যোজনার প্রচারে ঝাড়গ্রামে শ্রমিক মেলা

0
85

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ

Workers' fair in Jhargram for promotion of social security scheme

রাজ্য সরকারের সামাজিক সুরক্ষা যোজনা সম্পর্কে সাধারন মানুষকে অবহিত করতে ঝাড়গ্রামে অনুষ্ঠিত হল শ্রমিক মেলা।

দৃষ্টিহীন ব্যাক্তিকে দিয়ে প্রদীপ প্রজ্জ্বলন হল ঝাড়গ্রাম শ্রমিক মেলায়। উদ্বোধন করলেন বুলেট শবর,তার বাড়ি জাম্বনী ব্লকের জমুনাসোল। এই মেলা দু-দিন ধরে চলবে। রাজ্য সরকারের সামাজিক সুরক্ষার বিভিন্ন স্টলের পাশাপাশি রয়েছে সরকারী বিভিন্ন দপ্তরের ট্যাবলো। এই ট্যাবলোগুলো থেকে সমস্ত সরকারী দপ্তর সাধারন মানুষকে কি কি যোজনার লাভ দিতে পারে সে সম্পর্কে জানতে পারবে সকলে।

আরও পড়ুন: মহাসমারোহে সমাপ্ত কালিয়াগঞ্জ যাত্রিক নাট্যোৎসব

পাশাপাশি আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষেরা এখানে সামাজিক সুরক্ষা যোজনার আওতায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপিবল্লভপুরের বিধায়ক চুড়ামনি মাহাত,ঝাড়গ্রাম জেলাপরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস সহ বিশিষ্ট আধিকারিকরা। এখন পর্যন্ত ঝাড়গ্রামে মােট ৯৩০০০ অসংগঠিত শ্রমিক সামাজিক সুরক্ষা যােজনার আওতায়এসেছে। তার মধ্যে অন্যান্য অসংগঠিত পেশায় নিযুক্ত ৫৮০০০, নির্মান শ্রমিক ৩০০০০ ও ৫০০০পরিবহন শ্রমিক নথিভুক্ত হয়েছে। শবর-লােধা জনজাতির মধ্যে এখনও পর্যন্ত ২৩০০ শ্রমিককে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে বলে মেলার সংগঠকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

শ্রমিক মেলার প্রচারের অঙ্গ হিসাবে একটি পথ নাটিকাও জেলার বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হচ্ছে।
নাটকটির মধ্য দিয়ে প্রান্তিক খেটে খাওয়া মানুষদের জীবনের দুঃখ কষ্ট যেমন উঠে এসেছে, তেমনি সামাজিক সুরক্ষায় নাম নথিভুক্ত করণ তাদের জীবন যাত্রার মান কতটা
উন্নত করবে তার বার্তাও দেওয়া হয়েছে। শেভা বলে একটি স্বেচ্ছ্বাসেবী সংস্থা এই নাটকটি করছে শ্রম দপ্তরের উদ্যোগে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here