নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
কোয়ারেন্টাইনে থাকা ভিন রাজ্য ফেরত শ্রমিকদের পচা খাবার দেওয়ার অভিযোগে চাঞ্চল্য এলাকায়। বুধবার ঘটনাটি ঘটেছে মালদহের মোথাবাড়ির সরকারি কোয়ারেন্টাইনে।জানা যায়, কালিয়াচক-২ ব্লকের মোথাবাড়ি পিডব্লিউডি মাঠের মধ্যে তৈরি কর্মতীর্থ নামে একটি নতুন আবাসনে রাখা হয়েছে ভিনরাজ্য ফেরত শ্রমিকদের।
এই মুহূর্তে ৪০ থেকে ৪২ জন শ্রমিক এই কোয়ারেন্টাইন সেন্টারে রয়েছেন। করোনা আবহে সরকার নির্মিত কোয়ারান্টাইন সেন্টারে পচা মাংস খেয়ে শ্রমিকদের অসুস্থ হওয়ার খবর চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েছেন সেখানে থাকা অন্য শ্রমিকরা।
আরও পড়ুনঃ ওজনে কম দেওয়া হচ্ছে চাল – আলু, উত্তেজনা ভগবানপুরে
এমনকি ওই মাংস খেয়ে সেন্টারের অনেক শ্রমিকরাই অসুস্থ বোধ করতে থাকেন। এর পাশাপাশি অনেকেরই বমি ও মলত্যাগ হয় বলে খবর। তবে তাদের মধ্যে একজনকে স্থানীয় বাঙ্গীটোলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। জানা যায় অসুস্থ রোগীর নাম মামুন শেখ। তবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আপাতত ওই শ্রমিকের অবস্থা স্থিতিশীল।এর পাশাপাশি এহেন পরিস্থিতিতে এরূপ ঘটনা হওয়ায়, ঘটনাস্থল খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584