নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
চার মাস ধরে ইনসেন্টিভ না পাওয়ার কারনে রায়গঞ্জের আশা কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। এমনকি করোনা ভাইরাস মোকাবিলার জন্য উপযুক্ত সুরক্ষা সামগ্রী পাচ্ছেন না বলেও অভিযোগ জানান তারা।
কোভিড-১৯ এর প্রাথমিক ও গুরুত্বপূর্ন বিষয়টি, মানুষের মধ্যে তুলে ধরা এবং মানুষের শরীরে রোগের উপসর্গগুলো চিহ্নিত করণের মতো কাজ আশা কর্মীরাই মূলত করে থাকেন।
আরও পড়ুনঃ মুড়িগঙ্গানদীতে ডুবে গেল একটি ছাই ভর্তি বাংলাদেশি বার্জ
এমনকি প্রত্যন্ত গ্রামীন এলাকাতে গিয়ে বহিরাগতদের সনাক্ত করে প্রশাসনকে জানানোর মতো গুরুত্বপূর্ন বিষয় এই মুহুর্তে বন্ধ হলে, প্রশাসন করোনা সংক্রমন নিয়ে চরম অস্বস্তিতে পড়বে।
এছাড়াও এখন হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের খোঁজখবর নেওয়ার কাজও আশা কর্মীদের করতে হচ্ছে।
তাই এ বিষয়ে আশা কর্মীরা জানিয়েছেন, করোনা সংক্রমন ঠেকাতে সচেতনতার সঙ্গে এতদিন শিশু মৃত্যু, মাতৃ মৃত্যু ও জন্মহারের হিসাব দেওয়া ছাড়াও বছরভর স্বাস্থ্য দফতরের নানা কর্মসূচী তাদের পালন করতে হয়। অথচ প্রাপ্য ইনসেন্টিভ পাওয়া যাচ্ছে না। তাই তাদের প্রাপ্য না পাওয়ায় ক্ষুব্ধ আশা কর্মীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584