পিয়ালী দাস, বীরভূমঃ
দুর্ঘটনায় অকালে প্রাণ হারানো সহকর্মীর জন্য সকাল থেকে কাজ বন্ধ করে দুর্বার আন্দোলন করে ক্ষতিপূরণ আদায় করলেন শ্রমিকরা।
ঘটনাস্থল বক্রেশ্বর তাপ বিদ্যুৎ কেন্দ্র। গত শনিবার কর্তব্যরত অবস্থায় মৃত্যু হয় এক শ্রমিকের। একমাত্র উপার্জনক্ষম এই শ্রমিকের মৃত্যুতে বিপর্যয়ের মুখে দাঁড়ানো পরিবারের কথা ভেবে একজোট হন সব সহকর্মীরা। রবিবার সকাল থেকেই প্রকল্পের গেটে বসে অবস্থানে শামিল হন তারা। বন্ধ করে দেন কাজ।
শ্রমিকদের দাবির কাছে নতিস্বিকার করে তাপ বিদ্যুৎ কর্তৃপক্ষ, বরাত প্রাপ্ত ঠিকাদার সংস্থা। এক জরুরি বৈঠকের মধ্যে দিয়ে মৃত শ্রমিককে আট লক্ষ টাকা ক্ষতিপূরণ ও দু মাসের বেতন এবং সরকারি পদ্ধতি মেনে পেনশন প্রদানের সিদ্ধান্ত হয়।
জানা গেছে, প্রকল্পের ৪ নং ইউনিটের সংস্কারের কাজ চলছে।যাকে বলে শাট ডাউন চলা। টি ই ইরেক্টর নামে বরাতপাওয়া একটি ঠিকাদার সংস্থার অধীনে কাজ করছিলেন নদীয়ার রানাঘাটের বাসিন্দা গণেশ মন্ডল (৩২)। মাল ওঠানো নামানোর সময় কোনো কারণে হাইড্রলিকে ঝটকা মারে। স্প্রিং ছিঁড়ে গুরুতর জখম হন ওই শ্রমিক। তড়িঘড়ি তাকে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত শ্রমিকের স্ত্রী ও চারটি ছোট ছোট মেয়ে বর্তমান। চরম বিপর্যয়ের মুখে পড়েছে গোটা পরিবার।
কর্তব্যরত অবস্থায় শ্রমিকের মৃত্যূতে গোটা প্রকল্প এলাকার শ্রমিক মহলে নেমে আসে শোকের ছায়া।রবিবার সকাল থেকেই কাজ বন্ধ রাখেন প্রায় আড়াইশো শ্রমিক। প্রকল্পের গেটে বসে পড়ে দাবি তোলেন ক্ষতিপূরণ প্রদানের। বক্রেশ্বর তাপবিদ্যুৎ কর্তৃপক্ষ, বরাতপ্রাপ্ত ঠিকাদার সংস্থা, সিআইটিইউ-সহ অন্যান্য শ্রমিক সংগঠন ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে জরুরি বৈঠক হয়। সেই বৈঠক বরাতপ্রাপ্ত ঠিকাদার সংস্থার দর কষাকষি কাছে শ্রমিক সংগঠন গুলি তাদের দাবিতেই অনড় থাকে। শেষমেশ শ্রমিকদের দাবি মত ক্ষতিপূরণ প্রদানে রাজি হয় বরাতপ্রাপ্ত ঠিকাদার সংস্থা।
আরও পড়ুনঃ মাথাভাঙ্গায় টোটো চালকদের প্রশিক্ষণ পুলিশ প্রশাসনের
সেই সঙ্গে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কর্তৃপক্ষ যেহেতু মৃত শ্রমিক ইএসআইয়ের অন্তর্ভূ্ক্ত ছিলেন তাই তার পেনশনের ব্যবস্থা হবে বলে আশ্বাস দিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584