ভিন রাজ্য থেকে এসে বিপত্তি, অবশেষে হিমঘরেই থাকার ব্যবস্থা শ্রমিকদের

0
44

সুদীপ পাল, পূর্ব বর্ধমানঃ

দেশজুড়ে লকডাউন চলছে। এই পরিস্থিতিতে হিমঘরে কাজ করতে আসা অন্য রাজ্য বা জেলার শ্রমিকদের হিমঘরের মালিকরাই থাকার ব্যবস্থা করছেন। শনিবার আউসগ্রাম ১ ব্লক প্রশাসনের সঙ্গে বৈঠকের পরে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে জানিয়েছেন সংগঠনের নেতা ভগবতী ঘোষ।

vagabond | newsfront.co
ভবঘুরেদের আহার দান। নিজস্ব চিত্র

প্রসঙ্গত, আউসগ্রাম ১ ব্লক ও গুসকরা এলাকায় বেশ কয়েকটি হিমঘর রয়েছে। সেখানে প্রতি বছর আলু রাখার মরসুমে জেলা বা রাজ্যের বাইরে থেকে শ্রমিকরা এখানে কাজ করতে আসেন। মরসুম শেষ হলে তাঁরা নিজস্ব বাসস্থানে আবার ফিরে যান। কিন্তু এবারের পরিস্থিতি একেবারেই অন্য। কাজ করতে এসে আটকে গিয়েছে অনেকেই।

আরও পড়ুনঃ ‘সোশ্যাল ডিস্টেন্সিং’ সফল করতে সবজির বাজার বন্ধের নির্দেশ, রায়গঞ্জ পুরসভার

তাই ব্লক প্রশাসনের কাছে বাড়ি ফেরানোর বন্দোবস্ত করার আর্জি জানান শ্রমিকরা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দেওয়া হয়। এরপরেই বৈঠকে বসে ব্লক প্রশাসন।

এদিনের বৈঠকে ঠিক হয়েছে, এলাকার হিমঘর গুলিতে প্রায় ৫০০ বেশি শ্রমিক রয়েছেন। একসঙ্গে এত মানুষ যেহেতু থাকছেন, তাই সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা থেকেই যায়। সেজন্য সুষ্ঠুভাবে থাকা-খাওয়ার বন্দোবস্ত করতে বলা হয়েছে হিমঘর মালিকদের।

তবে এ বিষয়ে আউসগ্রাম ১ ব্লকের বিডিও চিত্তজিৎ বসু জানান, ‘নিয়ম মেনে শ্রমিকদের থাকার ব্যবস্থা করতে বলা হয়েছে।’

পাশাপাশি এদিন গুসকরায় কয়েকজন মানুষের বিশেষ উদ্যোগে ভবঘুরেদের খাওয়ার ব্যবস্থা করা হল। তবে এই লকডাউনে ভবঘুরেদের পরিস্থিতি শোচনীয়। দৈনিক আহারও জুটছে না এই সময়ে। তাই আহারের ব্যবস্থা করেছেন কয়েকজন মানুষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here