নিজস্ব প্রতিবেদক,কোচবিহারঃ
অটিজম শিশুদের আচরণ ব্যবস্থাপনা বিষয়ে একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হল কোচবিহারে। রবিবার কোচবিহার শহরের নতুন বাজার এলাকায় পুরসভার অধীনে থাকা একটি ভবনে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে অটিজম শিশু ও তাদের অভিভাবকদের নিয়ে এই ওয়ার্কশপ হয়।
এদিন এই ওয়ার্কশপের উদ্বোধন করেন পুরসভার চেয়ারম্যান ভূষণ সিং। স্থানীয় কাউন্সিলার তপন ঘোষ। অটিজমের বিষয়ে ইংরেজিতে লেখা একটি বই থেকে তথ্য নিয়ে বাংলায় লেখা একটি বইও এদিন প্রকাশ করা হয়। এদিনের এই ওয়ার্কশপ ও বই প্রকাশ অনুষ্ঠানে ২০ জন অটিজম শিশু ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অটিজম শিশুদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষে শর্মিষ্ঠা দে বলেন, “আমরা চেষ্টা করছি এদের প্রশিক্ষণ দিয়ে যাতে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায়। আজকে তাদের আচরণ ব্যবস্থাপনা বিষয়ে একটি ওয়ার্কশপ আমরা এখানে রেখেছি। অটিজম বিষয় নিয়ে ইংরেজিতে লেখা একটি বইয়ের থেকে তথ্য নিয়ে বাংলায় লেখা একটি বই আজকে এখানে প্রকাশ করা হল। এই শিশুদের জন্য ভবিষ্যতে যাতে হোম তৈরি করা যায় সেই উদ্দেশ্যেই আমরা এগোচ্ছি। আমরা সবে পথ চলা শুরু করেছি। দেখা যাক আমরা এদের জন্য কতদূর এগোতে পারি।”
এদিন চেয়ারম্যান ভূষণ সিং এই সংস্থার সকলকে এই ধরণের উদ্যোগ গ্রহণ করার জন্য ধন্যবাদ জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584